সমন্বয় রাখার শলা তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনের সঙ্গে দলের নেতা-কর্মীদের দূরত্ব ঘোচানোর ডাক দিলেন পুরুলিয়ার জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ায় জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০১:২২
Share:

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনের সঙ্গে দলের নেতা-কর্মীদের দূরত্ব ঘোচানোর ডাক দিলেন পুরুলিয়ার জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ায় জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

প্রথমত গোষ্ঠীদ্বন্দ্ব, দ্বিতীয়ত শিয়রে বিজেপি— এই অবস্থায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দল ও প্রশাসনের মধ্যে সমন্বয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না জেলা তৃণমূল নেতৃত্ব। দল সূত্রের খবর, কোন কোন ব্লকে বিডিও-দের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সমস্যা হচ্ছে বৈঠকে তা জানতে চান জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। নেতারা জানিয়েছেন, মানবাজার, ঝালদা ও পুরুলিয়া সদর মহকুমার দু’টি করে ব্লক মিলিয়ে মোট আটজন বিডিও এবং রঘুনাথপুর মহকুমারও কয়েকজন বিডিও-র সঙ্গেও শাসকদলের স্থানীয় নেতৃত্বের মতের মিল কিছু ক্ষেত্রে হচ্ছে না। জেলা নেতৃত্ব তাঁদের সেই দূরত্ব মিটিয়ে নিতে বলেন।

শান্তিরামবাবু বলেন, ‘‘আগামী বছরে পঞ্চায়েত নির্বাচন। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে প্রশাসনের যাতে সমন্বয়ে কোনও ফাঁক না থাকে, সেই বার্তা দেওয়া হয়েছে। উন্নয়নের কাজে প্রত্যেককেই যোগ দিতে হবে।’’

Advertisement

দলের শীর্ষ নেতৃত্ব বিলক্ষণ জানেন, পঞ্চায়েতের ক্ষমতা দখলকে ঘিরে দলের নিচুতলায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তা অব্যাহত থাকলে নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। তাই দ্বন্দ্ব মুছতেও সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে বিরোধীপক্ষকে যাতে হাল্কা ভাবে না নেওয়া হয়, সে কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। দলের একটি সূত্রের খবর, নেতৃত্ব মুখে বিজেপিকে উড়িয়ে দিলেও গোপনে খবর নিতে শুরু করেছেন দলের কোথায় ওদের শক্তি বৃদ্ধি হচ্ছে। প্রশাসনিক পরিষেবা দেওয়ার প্রশ্নে গাফিলতির অভিযোগ তুলে বিরোধীরা যাতে সুযোগ নিতে না পারে সেই নির্দেশও দেওয়া হয়েছে।

দল সূত্রে খবর, আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে তৃণমূলের বেশ কয়েকজন রাজ্য নেতা জেলায় আসছেন। শান্তিরামবাবু বলেন, ‘‘রাজ্য নেতৃত্ব তিন দিন জেলায় থেকে বিভিন্ন ব্লকে কর্মিসভা করবেন। তাই সবাইকে ঝাঁপিয়ে নামতে বলা হয়েছে।’’ দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রত্যেককে বলা হয়েছে যে দলের স্বার্থ আগে দেখতে হবে। মানুষের কাজ করলেই দলের স্বার্থ দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন