টোল ফ্রি ৯০১৫১৮১৮৮১

হাতি কোথায়, জানাবে ফোন

হাতি কি বাড়ির কাছে? এই প্রশ্ন মাঝে মধ্যেই হাতি উপদ্রুত এলাকার বাসিন্দাদের মনের মধ্যে খোঁচা দেয়। তাঁদের জন্য এ বার ফোনেই এসএমএস অ্যালার্ট পাঠিয়ে সতর্ক করার পথ দেখিয়ে দিয়েছে বন দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গঙ্গাজলঘাটি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫২
Share:

হাতি কি বাড়ির কাছে? এই প্রশ্ন মাঝে মধ্যেই হাতি উপদ্রুত এলাকার বাসিন্দাদের মনের মধ্যে খোঁচা দেয়। তাঁদের জন্য এ বার ফোনেই এসএমএস অ্যালার্ট পাঠিয়ে সতর্ক করার পথ দেখিয়ে দিয়েছে বন দফতর। শনিবার গঙ্গাজলঘাটিতে এক অনুষ্ঠানে এসে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এ কথা জানান। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু হয়েছে। যার নম্বর হল ৯০১৫১৮১৮৮১ । মোবাইল থেকে ওই নম্বরে ফোন করলে, ফোন কেটে যাবে। তারপর মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে, বাঁকুড়া উত্তর বন বিভাগের হাতির অবস্থান কোথায়। নম্বরটি চালু হওয়ায় খুশি জঙ্গল লাগোয়া গ্রামের মানুষেরা। বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাঁচতে, বন, বন্যপ্রাণ ও বনজ সম্পদ রক্ষায় মানুষকে সচেতন এবং উৎসাহ দিতে পশ্চিমবঙ্গ বন বিভাগের উদ্যোগে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির অমর কানন হাইস্কুলের মাঠে শুরু এ দিন থেকে হল ‘বনবান্ধব উৎসব’। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বনমন্ত্রী উদ্বোধন করতে এসে বলেন, ‘‘মানুষকে উৎসাহ দিতেই এই উৎসবের আয়োজন।’’ তিনি জানান, এবার থেকে বন দফতরের উদ্যোগে গঠন করা হচ্ছে র‌্যাপিড রেসপন্স ফোর্স। যাদের কাজ হবে, কোথাও হাতি বা যে কোনও বন্যপ্রাণী তাণ্ডব করলে বা কারও উপর আক্রমণ করলে, ওই ফোর্সকে খবর দিলে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন