Pous Mela

পৌষমেলায় এসেও ‘অপা’র সামনে ছবি

স্কুলে নিয়োগে দুর্নীতি মামলায় ক’মাস আগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ০৯:১১
Share:

‘অপা’ বাড়ির সামনে ছবি তোলার হিড়িক। নিজস্ব চিত্র

বিকল্প পৌষমেলা দেখতে এসেও পর্যটকদের কৌতূহলের শেষ নেই শান্তিনিকেতনে থাকা ‘অপা’ বাড়ি নিয়ে। মেলা দেখার পাশাপাশি তাঁরা সেই বাড়িটিও ঘুরে দেখতে চাইছেন। স্মৃতি হিসেবে ফোনে তুলে রাখছেন নিজস্বীও। এরই সুবাদে লাভের মুখ দেখছেন এলাকার টোটো চালকেরাও।

Advertisement

স্কুলে নিয়োগে দুর্নীতি মামলায় ক’মাস আগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তদন্তে নেমে ইতিমধ্যেই অর্পিতা-পার্থর নামে বেনামে একাধিক সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। শান্তিনিকেতনের ফুলডাঙ্গা এলাকায় থাকা ‘অপা’ বাড়িটিও সেই সম্পত্তির অংশ বলে তদন্তকারী সংস্থার দাবি।

অর্পিতা ও পার্থর নামের আদ্যক্ষর থেকে নামাঙ্কিত ‘অপা’ বাড়িটিও এসএসসি দুর্নীতি মামলার সূত্রেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, কোপাই নদীর পাড়, সৃজনী শিল্প গ্রাম, বিশ্বভারতী ক্যাম্পাস প্রভৃতি ঘুরে দেখার পাশাপাশি অপা বাড়িটিও শান্তিনিকেতনে আসা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। গত কয়েক মাস ধরে বহু পর্যটক এই বাড়িটি ঘুরে গিয়েছেন। এ বার বিকল্প পৌষমেলার সময়ও সেই বাড়ি দেখার আকর্ষণ থেকে গেল পর্যটকদের মধ্যে।

Advertisement

বিশ্বভারতী কর্তৃপক্ষ এ বার পৌষমেলা না করলেও জেলা প্রশাসন, পুরসভা, বাংলা সংস্কৃতি মঞ্চ, ব্যবসায়ী সমিতি সকলের সহযোগিতায় ২৩ ডিসেম্বর থেকে বোলপুর ডাকবাংলো মাঠে শুরু হয়েছে বিকল্প পৌষমেলা। সেই মেলা দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকেরা আসছেন। মেলা ঘোরার পাশাপাশি বহু পর্যটককে ভিড় জমাতে দেখা যাচ্ছে চর্চায় উঠে আসা ‘অপা’ বাড়িটির সামনে। বুধবারও দেখা গেল বহু পর্যটক মেলা ঘুরে অপা বাড়ির সামনে ভিড় করছেন। তাঁদের অনেকে নিজস্বী তুলে রাখছেন, কেউ বা বাড়ির ছবি তুলে স্মৃতি হিসেবে রাখছেন।

ওই পর্যটকেরা বলছেন, “বিকল্প পৌষমেলা দেখতেই শান্তিনিকেতনে আসা। কিন্তু এতদূর যখন এসেছি তখন মনে হচ্ছে যে বাড়ি নিয়ে এত চর্চা হয়েছে, সেই বাড়ি একবার না দেখে গেলে যেন কোথাও অসম্পূর্ণ থেকে যাবে শান্তিনিকেতন সফর।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন