একুশের প্রস্তুতি সভায়

২১ জুলাই পুরুলিয়া থেকে রেকর্ড সংখ্যক মানুষ কলকাতায় ধর্মতলায় যাবেন বলে শুক্রবার পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তুতি সভায় এমনই দাবি করলেন জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০১:৫৬
Share:

পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়ামে। নিজস্ব চিত্র

২১ জুলাই পুরুলিয়া থেকে রেকর্ড সংখ্যক মানুষ কলকাতায় ধর্মতলায় যাবেন বলে শুক্রবার পুরুলিয়া ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তুতি সভায় এমনই দাবি করলেন জেলা তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাতো। তিনি বলেন, ‘‘এই কর্মসূচি উপলক্ষে এ বারে প্রতিটি ব্লকে সভা হয়েছে। একে বারে অঞ্চল স্তর থেকে কর্মীরা ও মানুষজন এই সভায় যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন।’’ তিনি জানান, ১৯ জুলাই থেকেই কর্মীরা কলকাতা অভিমুখে রওনা হবেন। ২০ তারিখে ট্রেন, গাড়ি বোঝাই করে কর্মীরা যাবেন। এমনকী ২১শের সকালেও অনেকে ট্রেনে যাবেন বলেও তিনি জানান। কর্মীদের কাছে এই দিনটির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘‘তৃণমূলকে জানতে হলে ২১ জুলাইকে জানতে হবে।’’ মন্ত্রী সন্ধ্যারানি টুডু, সাংসদ মৃগাঙ্ক মাহাতো, যুবনেতা গৌতম রায়-সহ অনেকেই কর্মীদের কাছে এই দিনটি সম্পর্কে বক্তব্য রাখেন। দলের বিধায়কেরাও সভায় উপস্থিত ছিলেন। এ দিনের সভায় দলের ত্রিস্তর পঞ্চায়েতের নবনির্বাচিত জনপ্রতিনিধি ও বিদায়ী সদস্যেরাও হাজির ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন