শংসাপত্র হাতে কঙ্কা হাঁসদা এবং ভীম বাগদি। —নিজস্ব চিত্র
মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই বন্দি। সেই উপলক্ষে তাঁদের সম্বর্ধনা দিল সংশোধনাগার কর্তৃপক্ষ। সিউড়ির জেলা সংশোধানাগারে শনিবার সকালের ঘটনা। কঙ্কা হাঁসদা এবং ভীম বাগদি নামে দুই বন্দি এ বার মাধ্যমিকে সফল। তাঁদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ২৪৫ ও ৩০২। গত ৭ বছর ধরে সিউড়ি সংশোধনাগারে রয়েছেন নানুরের থানাঘাটের কঙ্কা। মহম্মবাজারের কুবিলপুরের বাসিন্দা ভীম রয়েছেন ৫ বছর। কিন্তু, দীর্ঘ দিন জেলে থাকলেও তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছেকেই সমর্থন করেছেন সংশোধনাগার কর্তৃপক্ষ। জেল সুপার সরোজ কুমার ঘোষ, জেল কল্যাণ আধিকারিক শুভদীপ মুখোপাধ্যায় এবং সিউড়ি জেলা স্কুলের শিক্ষকদের সহযোগিতায় এ বার পরীক্ষা দিতে পেরেছিলেন দু’জনই। এ দিন সুপার বললেন, ‘‘ভবিষ্যতেও ওঁদের পড়াশোনায় সাহায্য করা হবে।’’