Accident

কাজ সেরে ভ্যানে চেপে ফিরছিলেন নির্মাণকর্মীরা, বিষ্ণুপুরে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ! মৃত ২ দুই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থানার ভাটমারা গ্রাম সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ভ্যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রাস্তার ধারে গাড়িটি দাঁড় করিয়ে চালক মেরামতির কাজ করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৭:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

হুগলির কামারপুকুর থেকে পিকআপ ভ্যানে চেপে গড়বেতা ফিরছিলেন কয়েক জন নির্মাণকর্মী। পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল পিকআপ ভ্যান চালক-সহ দু’জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই পিকআপ ভ্যানে সওয়ার আরও ১৫ জন শ্রমিক। সোমবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ভাটমারা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থানার বিভিন্ন গ্রামের ২০ থেকে ২৫ জন শ্রমিক রবিবার সকালে একটি ভ্যানে চেপে হুগলির কামারপুকুর এলাকায় নির্মাণের কাজ করতে যান। কাজ সেরে রাত ২টো নাগাদ প্রায় ২০ জন শ্রমিক ভ্যানে চেপে বাড়ির দিকে রওনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থানার ভাটমারা গ্রাম সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ভ্যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। রাস্তার ধারে গাড়িটি দাঁড় করিয়ে চালক মেরামতির কাজ করছিলেন। সেই সময় বাঁকুড়া থেকে গড়বেতাগামী একটি ডাম্পার সজোরে ভ্যানটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় পিকআপ ভ্যানের চালক মুজিবর দিগার (৫৫) এবং পিক আপ ভ্যানে থাকা মহিলা শ্রমিক মনিলা দুবের (৪০) মৃত্যু হয়। মৃত দু’জনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বেনাচাপড়া ও আমলাগোড়া গ্রামে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই ভ্যানে সওয়ার ১৫ জন শ্রমিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement