প্রচারে উমা ভারতী

প্রচারের জোয়ারে ভাসছে বীরভূম। আগুনে রোদ উপেক্ষা করে নেতা মন্ত্রীদের এক সভা থেকে আরেক সভায় চলছে উড়ে যাওয়া। বাক্যে বিঁধছেন পরস্পরকে। এ দিন কেন্দ্রীয় মন্ত্রী উমাদেবীও তাই করলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০০:৫২
Share:

বিজেপি প্রার্থীর প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। নিজস্ব চিত্র।

প্রচারের জোয়ারে ভাসছে বীরভূম। আগুনে রোদ উপেক্ষা করে নেতা মন্ত্রীদের এক সভা থেকে আরেক সভায় চলছে উড়ে যাওয়া। বাক্যে বিঁধছেন পরস্পরকে। এ দিন কেন্দ্রীয় মন্ত্রী উমাদেবীও তাই করলেন।

Advertisement

বিজেপির প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল। আমাদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসকে শেষ করল। যখন দেখল বিজেপিকে দরকার নাই, তখন বিজেপিকে ছেড়ে দিয়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমকে শেষ করল। যখন দেখল কংগ্রেসকে দরকার নাই তখন কংগ্রেসকে ছেড়ে দিল।’’

এ দিন সভা হওয়ার কথা ছিল বেলা ১১টায়। নির্দিষ্ট সময়ের আধঘন্টার মধ্যেই তাঁর কপ্টার সভা মঞ্চের পাশেই ধুলো উড়িয়ে নামে। মঞ্চে তখন স্থানীয় নেতা দেবজিৎ রাম বক্তব্য রাখছিলেন। মন্ত্রীর সামনেই বক্তব্য রাখেন দলের সাঁইথিয়ার প্রার্থী পিয়া সাহা। উমাদেবী বলেন, ‘‘আমি দেখে নিলাম, এত মানুষ যাঁরা আছেন তাঁরা বিজেপির কথা শোনার জন্য আছেন-না হেলিকপ্টার দেখার জন্য। আমার বক্তব্য শোনার জন্যই আছেন।’’ এ দিন তাঁর আক্রমণের মূল লক্ষ্যই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement