বধূর মৃত্যু, ধৃত স্বামী ও শাশুড়ি

গায়ে কেরোসিন ঢেলে এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ইন্দাসের নন্দীপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম জয়শ্রী কর্মকার (২৭)। সোমবার রাতে শ্বশুরবাড়িতেই অগ্নিদগ্ধ হন জয়শ্রীদেবী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইন্দাস শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০১:২০
Share:

গায়ে কেরোসিন ঢেলে এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ইন্দাসের নন্দীপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত বধূর নাম জয়শ্রী কর্মকার (২৭)। সোমবার রাতে শ্বশুরবাড়িতেই অগ্নিদগ্ধ হন জয়শ্রীদেবী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখানেই তাঁর মৃত্যু হয়। রাতে মৃতার কাকা দয়ানন্দ কর্মকার পুলিশের কাছে তাঁর ভাইঝিকে পুড়িয়ে মারা হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার স্বামী শ্যামল কর্মকার ও শাশুড়ি পুষ্প কর্মকারকে গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই বধূর স্বামী ও শাশুড়িকে ধরা হয়েছে। অভিযোগের তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রায় ১০ বছর আগে বিদ্যুৎ দফতরের চতুর্থ শ্রেণির কর্মী শ্যামল কর্মকারের সঙ্গে জয়শ্রীদেবীর বিয়ে হয়। তাঁদের দুই ছেলে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন