তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত পাত্রসায়র

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল পাত্রসায়র এলাকা। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় বোমাবাজি চলে বলে অভিযোগ। গাড়ি ও মোটরবাইক ভাঙচুর এবং ধগড়িয়া গ্রামের তৃণমূল কর্মী সিরাজ মিদ্যাকে বেধড়ক মারধরেরও অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০০:৩৩
Share:

তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল পাত্রসায়র এলাকা। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দফায় দফায় বোমাবাজি চলে বলে অভিযোগ। গাড়ি ও মোটরবাইক ভাঙচুর এবং ধগড়িয়া গ্রামের তৃণমূল কর্মী সিরাজ মিদ্যাকে বেধড়ক মারধরেরও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় কমব্যাট ফোর্স। সংঘর্ষের জেরে নিমেষের মধ্যে পাত্রসায়রের বাসস্ট্যান্ড এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ডান্না কোন্নগর সমবায় সমিতির পরিচালন সমিতির সদস্য প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে পাত্রসায়র ব্লক তৃণমূল সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায় এবং তৃণমূল নেতা গোপে দত্তের অনুগামীদের মধ্যে বিবাদ হয়। এ দিনের বোমাবাজি তারই জের বলে সূত্রের দাবি। এ দিন চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি স্নেহেশ মুখোপাধ্যায় এবং গোপে দত্তের সঙ্গে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে। ময়রাপুকুর গ্রামের শেখ ফটিক এবং শেখ রবিয়াল-সহ তিন জনকে ধরা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement