WB Panchayat Election 2023

শেষ দিনেও বাঁকুড়া, বীরভূম অশান্ত, বিজেপিকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মনোনয়ন জমা দেওয়া শুরুর দিন থেকেই বাঁকুড়ার কোতুলপুরে শাসক-বিরোধী দ্বন্দ্বে চাপান-উতোর ছিলই। মনোনয়ন পর্বের শেষ দিনে আর তা অভিযোগ ও পাল্টা অভিযোগে সীমাবদ্ধ থাকল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ২৩:৫১
Share:

—প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শেষ দিনেও অশান্ত বাঁকুড়া এবং বীরভূম। দুই জায়গাতেই বিজেপিকে মনোনয়নে বাধা এবং দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে শাসক তৃণমূলের বিরুদ্ধে। দু’টি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

Advertisement

মনোনয়ন জমা দেওয়া শুরুর দিন থেকেই বাঁকুড়ার কোতুলপুরে শাসক-বিরোধী দ্বন্দ্বে চাপান-উতোর ছিলই। মনোনয়ন পর্বের শেষ দিনে আর তা অভিযোগ ও পাল্টা অভিযোগে সীমাবদ্ধ থাকল না। বৃহস্পতিবার দুপুরে কোতুলপুরে বিজেপির ১ নম্বর মণ্ডলে যখন মনোনয়নের জন্য দলীয় প্রার্থী, কর্মী-সমর্থকরা প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির দাবি, ৪০-৫০ জন দুষ্কৃতী ওই কার্যালয়ে লাঠি, রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। কার্যালয়ের ভিতরে থাকা যাবতীয় আসবাব ভেঙে গুঁড়িয়ে দেয়। বাইরে থাকা বেশ কয়েকটি বাইকেও ভাঙচুর চালানো হয়। বিজেপির কোতুলপুর ব্লকের সম্পাদক বিশ্বজিৎ দিগর বলেন, ‘‘কোতুলপুর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য করতেই পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে তৃণমূল। দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে দুষ্কৃতীরা নির্বিচারে ভাংচুর চালায়। দুষ্কৃতীরা নথিপত্র ছিঁড়ে ফেলে আমাদের ব্যাপক মারধর করেছে। ঘটনায় আমাদের কমবেশি ২০ জন আহত হয়েছে। হামলার পর আহতেরা কোনও ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন।’’

তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দিগ্রামী বলেন, ‘‘বিজেপি প্রার্থী খুঁজে না পেয়ে এখন উল্টোপাল্টা অভিযোগ করে নাটক করছে ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপির দলের অন্তর্কলহের জেরেই এমন ঘটনা ঘটনা ঘটে থাকতে পারে।’’

Advertisement

বেলার দিকে উত্তপ্ত হয় বীরভূমে আমোদপুর। অভিযোগ, মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বিজেপি। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। তাতে কয়েক জন বিজেপি কর্মী আক্রান্ত হন। সেই সময় ঘটনাস্থলে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement