দিনভর অনুষ্ঠানে মাতল শিশু দিবসের সাঁইথিয়া

খড়িয়া গ্রামে ‘বীরভূমের প্রতিভা’র উদ্যোগে পালন করা হল শিশুদিবস। স্থানীয় খড়ি কারখানার শ্রমিকদের ছেলেমেয়ে ও এলাকার ১২৯ জন শিশুকে নিয়ে খড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগানে সারা সকাল জুড়ে চলে নাচ, গান, ছড়া কবিতা, আবৃত্তির অনুষ্ঠান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০০:৩৮
Share:

খড়িয়া গ্রামে ‘বীরভূমের প্রতিভা’র উদ্যোগে পালন করা হল শিশুদিবস। স্থানীয় খড়ি কারখানার শ্রমিকদের ছেলেমেয়ে ও এলাকার ১২৯ জন শিশুকে নিয়ে খড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগানে সারা সকাল জুড়ে চলে নাচ, গান, ছড়া কবিতা, আবৃত্তির অনুষ্ঠান।

Advertisement

সঙ্গে সুকুমার রায়ের ছড়া দিয়ে তৈরি ‘আবল-তাবল সুকুমার’ নামে একটি নাটকও পরিবেশিত হয়। উদ্যোগী সংস্থার পক্ষে সরস্বতী দাস ও হরকুমার গুপ্তরা বলেন, ‘‘আমাদের এই এলাকায় সাংস্কৃতিক চর্চা নাই বললেই চলে। তাই এই নতুন প্রজন্মের শিশু মনে সাংস্কৃতিক চেতনা জাগানোর লক্ষেই আমাদের এই উদ্যোগ।’’

এ দিন সাঁইথিয়ার ভবানীপুর গ্রামের ‘সপ্ত প্রদীপ নাট্য সংস্থা’-র কর্মীরা স্থানীয় ইট ভাটার কর্মীদের ছেলে মেয়েদের মধ্যে চকলেট বিলি করার সঙ্গে নাটক করতে আগ্রহী খুদেদের নিয়ে একটি আলোচনা মূলক প্রশিক্ষণ শিবিরও করে।

Advertisement

সন্ধ্যায় সাঁইথিয়া পুরসভার রবীন্দ্রভবনে শিশু দিবস উপলক্ষে সাঁইথিয়া ‘শিশু তীর্থে’র ছাত্রছাত্রীরা তাদের নাচ, গান আবৃত্তি পরিবেশন করে। জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে আজ শিশু দিবসের দিন থেকে শুরু হল ‘শিশুর অধিকার সপ্তাহ।’ হোমের ছেলেমেয়েদের নিয়ে ময়ূরেশ্বরের কুন্ডলায় অন্তঃহোম আবাসিক ক্রীড়া প্রতিযোগিতা দিয়ে এই ‘শিশুর অধিকার সপ্তাহ’র সূচনা করা হয়।

জেলা শিশু কল্যাণ আধিকারিক নিরুপম সিংহ বলেন, ‘‘জেলার ৫টি হোম থেকে ১১০ জন ছেলেমেয়ে এই প্রতিযোগীতায় অংশ নিয়েছে। শেষ দিনে খেলায় সফলদের এই দফতর থেকে পুরস্কার দেওয়া হবে। মূলত শিশুদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।’’ ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনা ও ব্যবস্থাপনায় দ্বায়িত্বে ছিল কুন্ডলা গ্রামের ‘সত্যানন্দ বয়েজ হোম।’

তরুণীর মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু হয়েছে রুনা মল্লিক (১৯) নামে এক তরুণীর। পুলিশ জানিয়েছে, জামালপুর থানার নসিপুর গ্রামের বাসিন্দা রুনা রবিবার দুপুরে নিজের বাড়িতেই কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজনেরা তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করলেও সোমবার সকালে মারা যায় সে। পারিবারিক অশান্তির কারণেই সে আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন