‘নারী শক্তি’তে মহালয়ার ভোর

কয়েক মাস ধরে কখনও সাঁইথিয়া, কখনও আমোদপুর আবার কখনও এই শহরের আশেপাশে বেলে, আকোলপুর, ভবানীপুর, পুনুরের মত গ্রামে হঠাৎ হঠাৎ করে চলছে ক্যামেরা। চারদিকে গ্রাম শহরের উৎসাহী বাসিন্দা, আবার কাশবনে কচিকাঁচারা ভিড় করে দেখছে মা দুর্গা আর মহিশাসুরের লড়াই। বড় টেলিভিশন চ্যানেলের আদলে সাঁইথিয়াতেও চলছে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের শ্যুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁইথিয়া শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৮
Share:

কয়েক মাস ধরে কখনও সাঁইথিয়া, কখনও আমোদপুর আবার কখনও এই শহরের আশেপাশে বেলে, আকোলপুর, ভবানীপুর, পুনুরের মত গ্রামে হঠাৎ হঠাৎ করে চলছে ক্যামেরা। চারদিকে গ্রাম শহরের উৎসাহী বাসিন্দা, আবার কাশবনে কচিকাঁচারা ভিড় করে দেখছে মা দুর্গা আর মহিশাসুরের লড়াই। বড় টেলিভিশন চ্যানেলের আদলে সাঁইথিয়াতেও চলছে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের শ্যুটিং।

Advertisement

পূজোর আগে মহালয়াকে কেন্দ্র করে বড় বড় টিভি চ্যানেলগুলি প্রতিবারই বিশেষ প্রভাতী অনুষ্ঠান করে। যার শুরু কয়েক দশক আগে প্রথমে বেতার ও পরে দূরদর্শনে। পরে প্রায় প্রতিটি চ্যানেলই বিশেষ অনুষ্ঠান করে। এখন তারই চল শুরু হয়েছে জেলায় জেলায় লোকাল চ্যানেলগুলিতেও। সাঁইথিয়ার নীলমেঘ অ্যাকাডেমির ব্যবস্থাপনায় ও এইচডি এন্টারটেইনমেন্ট-এর উদ্যোগে স্থানীয় শিল্পীদের নিয়ে মহালয়ার ভোরে এ বারের বিশেষ অনুষ্ঠান ‘নারী শক্তি।’ কাহিনি শুভেন্দু দাস, পরিচালনায় অভিজিৎ চৌধুরী। ছবিতে সাঁইথিয়া ও আশপাশের গ্রামের আট থেকে চল্লিশ বছর বয়য়ী প্রায় বাইশজন পুরষ ও ছাব্বিশ জন মহিলা শিল্পীদের নিয়ে শুটিং হয়েছে। কেউ কেউ আবার পেশায় রঙ মিস্ত্রী, সব্জি বিক্রেতা, দিনমজুর, মোবাইল মিস্ত্রি, রাজ মিস্ত্রি। ছবিতে মা দুর্গার গল্পের পাশাপাশি দেখানো হবে আজকের যুগের মেয়েরা কী ভাবে সমাজের পিছিয়ে পড়া, নেশাগ্রস্থ যুব সমাজকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছে। পরিচালক অভিজিৎ মণ্ডল বলেন, ‘‘স্থানীয় শিল্পীদের একটা জায়গা করে দেবার পাশাপাশি সমাজিক একটা বার্তা দেবার লক্ষেই আমাদের এই প্রচেষ্টা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন