Local News

থানায় নাবালকের মৃত্যুতে ২ অফিসারকে ‘ক্লোজ’ করা নিয়ে বিতর্ক মল্লারপুরে

গত ৩০ অক্টোবর মল্লারপুর থানায় শুভ মেহেনা (১৬) নামে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। থানার মধ্যেই উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ৷। যা নিয়ে শুরু হয় বিতর্ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মল্লারপুর শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৯:৩৭
Share:

নিজস্ব চিত্র।

বীরভূমের মল্লারপুরে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুই অফিসারকে ক্লোজ করল জেলা পুলিশ। জানা গিয়েছে, সাব ইনস্পেক্টর ধ্রুবজ্যোতি দত্ত ও অ্যাসিস্টেন্ট সাব ইনস্পেক্টর স্বপন মালকে মল্লারপুর থানা থেকে ক্লোজ করে সিউড়ি পুলিশ লাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি এক সিভিক ভলেন্টিয়ারকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

Advertisement

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মল্লারপুর থানায় শুভ মেহেনা (১৬) নামে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। থানার মধ্যেই উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ৷। যা নিয়ে শুরু হয় বিতর্ক।

স্থানীয় মানুষেরা দাবি করেছিলেন, থানার মধ্যেই মারধরের কারণে মৃত্যু হয়েছে ওই নাবলকের। মৃতের বাবা-মা আবার স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আত্মহত্যাই করেছে ছেলে।’’ তবে ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। পথে নামে বিজেপি নেতৃত্ব।

Advertisement

আরও পডুন: মেসেজে আপত্তিকর প্রস্তাব শ্রাবন্তীকে, গ্রেফতার বাংলাদেশি যুবক

এ বার এই ঘটনাতেই দুই অফিসারকে ক্লোজ করল বীরভূম জেলা পুলিশ। যা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। থানার একজন সাব ইনস্পেক্টর ও একজন অ্যাসিস্টেন্ট সাব ইনস্পেকটরকে ক্লোজ করা হলেও, কেন ছাড় পেয়ে গেলেন মল্লারথানার ওসি বিকোদর সান্যাল? ঘটনার পর থেকেই ওসিকে সরানোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছিলেন স্থানীয় মানুষ ও বিজেপি নেতৃত্ব।

বিজেপির জেলা সভাপতি শ্যামাপ্রশাদ মণ্ডল বলেন, ‘‘আমরা প্রথম থেকেই ওসির শাস্তির দাবি করেছিলাম। কারণ, থানার মধ্যে কোনও ঘটনা ঘটলে তার প্রথম দায় বর্তায় ওসির উপর। সেখানে কেন ওসি-কে ছাড় দেওয়া হল, সেটাই বুঝতে পারলাম না।’’

আরও পডুন: আমার প্রাক্তন হ্যান্ডসম বলেই আর কাউকে সে ভাবে মনে ধরল না: শ্রীলেখা

অন্য দিকে, যাঁদের ক্লোজ করা হয়েছে, তাঁরা সকলেই ঘটনার দিন রাত্রেই থানায় উপস্থিত ছিলেন। জেলাপুলিশ সুপার শ্যাম সিংহ বলেছেন, ‘‘তদন্তের স্বার্থেই ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিভাগীয় তদন্ত চলছে।’’ ইতিমধ্যে হাইকোর্টের তরফে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে জেলা পুলিশের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন