চারু মজুমদারের ৪৪তম শহিদ দিবস উপলক্ষে আজ, মঙ্গলবার রামপুরহাট অচলের ডাক দিল সিপিআই (এমএল)। এ ব্যাপারে সোমবারই ওই রাজনৈতিক দলের পক্ষে থেকে শহরের বিভিন্ন স্থানে পোস্টার মারা হয়েছে। দীর্ঘ দিন থেকেই ২৮ জুলাই শহিদ দিবস উপলক্ষে রামপুরহাটে বন্ধ পালিত হয়ে আসছে। বন্ধে মঙ্গলবার এলাকায় কোনও বাস চলাচল করবে না বলে জানিয়ে দিয়েছেন ‘বীরভূম জেলা বাস মালিক সমিতি’র মহকুমা শাখা যুগ্ম সম্পাদক ইয়ার সেলিম।