মহিলা, শিশু, দুঃস্থ মানুষদের জন্য আইনগত কী ধরনের সুবিধা রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে অবহিত করতে আইনি সচেতনতা শিবির হল সাঁওতালডিহিতে। বৃহস্পতিবার সাঁওতালডিহি থানার পুলিশের উদ্যোগে চকবাইদ হাইস্কুল ও ইছড় গ্রামের প্রাথমিক স্কুলে দুটি শিবির হয়েছে। ছিলেন জেলা আইনি পরিশেবা কর্তৃপক্ষর সচিব রোহন সিংহ, রঘুনাথপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারক সন্তোষকুমার পাঠক, সাঁওতালডিহি থানার আইসি ত্রিগুনা রায়। চকবাইদ স্কুলের শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাল্যবিবাহ রোধে। ইছড় গ্রামে দুঃস্থ মানুষরা কিভাবে নিখরচায় আইনি সাহায্য পেতে পারেন সেই বিষয়ে আলোচনা হয়েছে।