জাতীয় স্তরের আলোচনা শুরু হয়েছে বোলপুরে। ‘রবীন্দ্রনাথ ঠাকুর: মনুষত্ব এবং সাংস্কৃতিক সৌহার্দ্য’ শীর্ষক আলোচনার উদ্যোক্তা কলেজের ইংরাজি ও বাংলা বিভাগ এবং কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থানুকূল্যে দু’ দিনের ওই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।