খেলার টুকরো খবর

প্রতিকূল অবস্থায় পড়লে কী ভাবে আত্মরক্ষা করা সম্ভব, তা নিয়ে প্রশিক্ষণ শিবির হয়ে গেল রঘুনাথপুর কলেজে। সম্প্রতি চারদিনের এই শিবিরের আয়োজন করেছিল কলেজের এনএসএস ইউনিট। কলেজের শতাধিক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয় ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ পুরুলিয়ার সদস্যেরা। সংস্থাটির টেকনিক্যাল ডিরেক্টর অনিরুদ্ধ দত্ত জানান, প্রতিকূল অবস্থায় পড়লে বা হঠাৎ করে আক্রমণ হলে কী ভাবে সহজেই আত্মরক্ষা করা সম্ভব সেই বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০০:১০
Share:

আদ্রায় ক্যারাটে

Advertisement

প্রতিকূল অবস্থায় পড়লে কী ভাবে আত্মরক্ষা করা সম্ভব, তা নিয়ে প্রশিক্ষণ শিবির হয়ে গেল রঘুনাথপুর কলেজে। সম্প্রতি চারদিনের এই শিবিরের আয়োজন করেছিল কলেজের এনএসএস ইউনিট। কলেজের শতাধিক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয় ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ পুরুলিয়ার সদস্যেরা। সংস্থাটির টেকনিক্যাল ডিরেক্টর অনিরুদ্ধ দত্ত জানান, প্রতিকূল অবস্থায় পড়লে বা হঠাৎ করে আক্রমণ হলে কী ভাবে সহজেই আত্মরক্ষা করা সম্ভব সেই বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশের খেলা

থানার ওসিদের সঙ্গে আইসি এবং সিআইদের দড়ি টানাটানি। বাঁকুড়ায়।

বাঁকুড়া জেলা পুলিশের দু’দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল পুলিশ লাইনের মাঠে। জেলার ২৪টি থানার এনভিএফ, হোমগার্ড কর্মী-সহ সমস্ত স্তরের শতাধিক মহিলা ও পুরুষ পুলিশ কর্মী এবং আধিকারিকেরা এই ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেন। লংজাম্প, দৌড়, দড়ি টানাটানি, মিউজিক্যাল চেয়ারের মতো প্রায় ৩৪টি ইভেন্ট ছিল।

হারল কেশড়া

বেলিয়াতোড় ফুটবল দলের পরিচালনায় ভোলানাথ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায় ও উদয়শঙ্কর চৌধুরী স্মৃতিশিল্ড ফুটবল প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল। বেলিয়াতোড় হাইস্কুলের ফুটবল ময়দানে ওই খেলা হয়। ফাইনালে দুর্গাপুর অগ্রগামী টাইব্রেকারে ৪-৩ গোলে বাঁকুড়ার কেশড়া কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ১৬টি দল যোগ দেয়।

মাদ্রাসার খেলা

পুরুলিয়ার মাদ্রাসা ইসলামিয়া হাই মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। পুরুলিয়া শহরের মানভূম ক্রীড়া সংস্থার মাঠে খেলাগুলি হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহম্মদ জামিল আখতার জানিয়েছেন, ২৯টি বিভাগে প্রায় ১৫০ জন পড়ুয়া যোগ দিয়েছিল।

বার্ষিক ক্রীড়া

বিষ্ণুপুরের বকডহরায় হাই মাদ্রাসা জেলাস্তরের ক্রীড়া প্রতিযোগিতা।

বাঁকুড়া জেলা হাই মাদ্রাসাগুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বিষ্ণুপুর ব্লকের বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার (উচ্চ মাধ্যমিক) মাঠে। ছিলেন বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিডিও (বিষ্ণুপুর) প্রশান্তকুমার মাহাতো প্রমুখ। বগডহরা সিদ্দিকিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম জানান, “২৩টি মাদ্রাসার ৪০০ ছাত্র-ছাত্রী যোগ দিয়েছিল।”

নকআউট ক্রিকেট

সিএবি পরিচালিত আন্তঃমহকুমা (অনূর্ধ্ব ১৫) লিগ কাম নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় উলুবেড়িয়া মহকুমা সিউড়ি মহকুমার কাছে ১৯০ রানে পরাজিত হয়। রবিবার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে সিউড়ি মহকুমা প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান করে। সিউড়ির রামকৃষ্ণ বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র শ্রীদীপ লালা ১৪৫ রান করে অপরাজিত থাকে। জবাবে জয়ের ব্যাট করতে নেমে মাত্র ৩৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৯ রান করে উলুবেড়িয়া। শনিবারও উলুবেড়িয়া ২২৪ রানে পরাজিত হয় বোলপুর মহকুমার কাছে। ওই দিন বোলপুর প্রথমে ব্যাট করে ৩৯ অভারে ৬ উইকেটে ২৬৭ রান তোলে। বোলপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র অধিনায়ক অরিণ রায় ১৩৫ রানে অপরাজিত থাকে। নির্ধারিত সময়ের মধ্যে উলুবেড়িয়া ৪৫ ওভার করতে পারেনি। সে জন্য অতিরিক্ত ৭২ রান পায় বোলপুরের দল। জয়ের জন্য ৩৪০ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে উলুবেড়িয়া ১১৬ রানের বেশি তুলতে পারেনি।

ভলিবল টুর্নামেন্ট

রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত মহকুমা আন্তঃক্লাব ভলিবল প্রতিযোগিতার তিনটি খেলা হল রবিবার। প্রথম খেলায় আটলা বামাক্ষ্যাপা সমিতি ২-০ সেটে খরুণ উদ্বোধনী মিলনী সঙ্ঘকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় সিমলান্দি সর্বশী জনকল্যাণ সমিতি ২-০ সেটে নলহাটির বারুণিঘাটা যুব সমিতিকে পরাজিত করে। তৃতীয় খেলায় আটলা বামক্ষ্যাপা সমিতি ২-১ সেটে সিমলান্দি সর্বশী জনকল্যাণ সমিতিকে হারায়। শনিবার দু’টি খেলা হয়েছে। প্রথমে আটলা বামাক্ষ্যাপা সমিতি ২-০ সেটে বারুণিঘাটা যুব সমিতিকে হারায়। পরের খেলায় নলহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন ২-১ সেটে পরাজিত করে বাহাদুর যাদব ক্লাবকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement