বছর তিনেক আগে বিগত বাম আমলে শুরু হয়েছিল উদ্যোগ। তার পর মাঝপথে অজানা কারণে থমকে যায় আমোদপুরে শিশু উদ্যান গড়ার কাজ। ফের সেই অসম্পূর্ণ শিশু উদ্যান গড়তে উদ্যোগী হল তৃণমূল পরিচালিত সংশ্লিষ্ট সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি। সাঁইথিয়ার বিডিও অতনু ঝুরি জানান, ওই শিশু উদ্যানের জন্য বিভিন্ন প্রকল্পে প্রায় ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যেই বাচ্চাদের জন্য তা খুলে দেওয়া হবে।