জাপানের টাকায় নতুন ভবন আদ্রায়

জাপানের একটি সংস্থার আর্থিক সহায়তায় আদ্রার মণিপুর গ্রামে গড়ে উঠল কুষ্ঠ রোগাক্রান্ত পরিবারের ছেলেমেয়েদের অনাথ আশ্রমের নতুন ভবন। বৃহস্পতিবার এই ভবনের উদ্বোধন করেন কুষ্ঠ রোগীদের নিয়ে কাজ করা জাপানের ওই সংস্থা ‘সাসাকাওয়া মেমোরিয়াল হেল্থ ফাউন্ডেশনের’ চেয়ারপার্সন ইটসুকো কিটা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৪ ০২:০৬
Share:

জাপানের একটি সংস্থার আর্থিক সহায়তায় আদ্রার মণিপুর গ্রামে গড়ে উঠল কুষ্ঠ রোগাক্রান্ত পরিবারের ছেলেমেয়েদের অনাথ আশ্রমের নতুন ভবন। বৃহস্পতিবার এই ভবনের উদ্বোধন করেন কুষ্ঠ রোগীদের নিয়ে কাজ করা জাপানের ওই সংস্থা ‘সাসাকাওয়া মেমোরিয়াল হেল্থ ফাউন্ডেশনের’ চেয়ারপার্সন ইটসুকো কিটা। উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক সবুজবরণ সরকার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব রোহন সিংহ, রঘুনাথপুরের মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা, রঘুনাথপুর ১ বিডিও সুনীতিকুমার গুছাইত প্রমুখ।

Advertisement

আদ্রার মণিপুরে কুষ্ঠ রোগাক্রান্ত পরিবারগুলির ছেলেমেয়েদের উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে মণিপুর কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্র নামের এই সংস্থা। কয়েক বছর আগে এই সংস্থার সাথে যোগাযোগ হয় জাপানের ওই সংস্থাটির। মণিপুরে সংস্থার সম্পাদক নবকুমার দাস বলেন, “জাপানের সংস্থাটির প্রতিনিধিরা আগে একাধিকবার মণিপুরে এসেছেন। আমরা তাঁদের কাছে অনাথ আশ্রমটির পরিকাঠামোর উন্নয়নের অনুরোধ জানিয়েছিলাম। তাঁরা সম্মত হয়ে প্রায় ৬২ লক্ষ টাকায় তিনতলার এই ভবনটি গড়ে দিয়েছেন।” তিনি জানান, এই নতুন ভবনে গার্লস হোস্টেল, ভোকেশনাল ট্রেনিং সেন্টার-সহ চিকিত্‌সাকেন্দ্র থাকছে। মূলত কুষ্ঠ রোগাক্রান্ত পরিবারগুলির মেয়েদের বাসস্থান, শিক্ষা ও চিকিত্‌সা দেওয়া-সহ সার্বিক মান উন্নয়নের লক্ষ্যেই এই ভবনটি গড়তে আর্থিক সাহায্য করেছে জাপানের ওই সংস্থাটি। ইটসুকো কিটা বলেন, “আমরা বিশ্বজুড়েই কুষ্ঠ রোগাক্রান্ত পরিবারগুলির উন্নয়নে কাজ করছি। ভারতেও কাজ করতে পেরে আমরা আনন্দিত। মণিপুর গ্রামের এই অনাথ আশ্রমের ভবনটি জাপান ও ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসাবেই দেখছি আমরা।” অতিরিক্ত জেলাশাসক বলেন, “আদ্রাকে পুরসভা হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। মণিপুর গ্রামটিও পুরসভার মধ্যেই থাকবে। ফলে ভবিষ্যতে এই গ্রামে আরও বেশি পরিমাণে নাগরিক পরিষেবা দেওয়া সম্ভব হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement