জমছে জল, ক্ষোভ

টানা বৃষ্টিতে রাস্তায় জল জমায় দুর্বিষহ অবস্থা বিষ্ণুপুরের বিডিও এবং দমকল অফিস যাওয়ার রাস্তায়। জল জমছে বৈলাপাড়ায় শিশু উদ্যান, প্রগতি পল্লি এবং দলমাদল কামান দেখার রাস্তাতেও। বাসিন্দাদের ক্ষোভ, মেরামতি না হওয়ার কারণেই রাস্তাগুলি এখন ডোবায় পরিণত হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০২:৪৪
Share:

টানা বৃষ্টিতে রাস্তায় জল জমায় দুর্বিষহ অবস্থা বিষ্ণুপুরের বিডিও এবং দমকল অফিস যাওয়ার রাস্তায়। জল জমছে বৈলাপাড়ায় শিশু উদ্যান, প্রগতি পল্লি এবং দলমাদল কামান দেখার রাস্তাতেও। বাসিন্দাদের ক্ষোভ, মেরামতি না হওয়ার কারণেই রাস্তাগুলি এখন ডোবায় পরিণত হয়েছে। হেঁটে চলাচলেরও অযোগ্য হয়ে উঠেছে। শহরের পুরপ্রধান তথা রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “এ বার ব্যাপক বর্ষণের কারণেই বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পাইপ লাইনের কাজ চলায় এই সমস্যা বেড়েছে। বর্ষা শেষ হলেই মেরামতির কাজে হাত দেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement