ডোবার জল নয়। বোঝাচ্ছেন স্বাস্থ্যকর্তা।
গ্রামের নলকূপ বিকল। নিত্য প্রয়োজনে ডোবার নোংরা জল ব্যবহার করছেন গ্রামবাসী। সেই দূষিত জল থেকেই ডায়েরিয়া ছড়িয়েছে রঘুনাথপুর ১ ব্লকের রামের বাগিচা গ্রামে। গত চার দিনে গ্রামে তিন শিশু-সহ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে দশ জন। বারবার বমি, পায়খানার উপসর্গ নিয়ে তাদের ভর্তি করানো হয়েছিল রঘুনাথপুর মহকুমা হাসপাতালে। তাঁদের মধ্যে সাত জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার গ্রামে মেডিক্যাল টিম পাঠাতে জেলা স্বাস্থ্য দফতরকে বলেন স্থানীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। বুধবার সহ স্বাস্থ্য আধিকারিক গুরুদাস পাত্র মেডিক্যাল টিম নিয়ে ওই গ্রামে যান। তাঁর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তিনি বলেন, ‘‘গ্রামের একটি ডোবার জল থেকেই পেটের রোগ ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। গ্রামে প্রয়োজনীয় ওষুধ, ওআরএস বিলির পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের দল রাখা হয়েছে। ডোবার জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।” গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের দু’টি নলকূপই অকেজো থাকায় নিত্য প্রয়োজনে বাধ্য হয়েই ডোবার জল ব্যবহার করতে হচ্ছে তাঁদের। পানীয় জল অবশ্য দূরের নলকূপ থেকে আনছেন। গুরুদাসবাবু জানান, গ্রামবাসীদের ডোবার জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। গ্রামের টিউবয়েল দ্রুত সারানোর আশ্বাস বিডিও সুনীতিকুমার গুছাইতের।