মুরারই থানার কাঠিয়ায় নাবালিকার বিয়ের অভিযোগের তদন্তে বৃহস্পতিবার গ্রামে গেল জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। কমিটির সদস্য সুকুরুদ্দিন সেখ জানান, জেলা শিশু সুরক্ষা আধিকারিকের নির্দেশে বৃহস্পতিবার নাবালিকা মেয়েটি যে স্কুলের ছাত্রী সেখানে গিয়ে তার বয়সের প্রমাণপত্র মেলে। মেয়েটির বয়স ১৩ বছর ৭ মাস বলে জানিয়েছেন সুকুরুদ্দিন সেখ। কমিটির সদস্যরা এ দিন এদরাকপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা বলেন। সেখান থেকে ওই স্কুলের গণিতের শিক্ষক যার সঙ্গে নাবালিকা মেয়েটির বিয়ের অভিযোগ উঠেছে সেই শিক্ষকের বয়সের প্রমাণপত্র নিয়ে আসা হয়েছে। নাবালিকা মেয়েটির বাড়ি গিয়ে মেয়েটি কে কাউন্সিলিং করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। সমস্ত রিপোর্ট শুক্রবার জেলা শিশু সুরক্ষা প্রকল্প আধিকারিক দফতরে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।