দুুই জেলায় আজ থেকে মনোনয়ন

রাঢ়বাংলার দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ার তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পর্ব শুরু হচ্ছে আজ শনিবার ১২ এপ্রিল থেকে। বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে বিভিন্ন দলের প্রার্থীরা ভিন্ন ভিন্ন দিনে মনোনয়ন জমা করতে চাইলেও ঘটনাচক্রে পুরুলিয়ার বড় দলের প্রার্থীরা একই দিনে জমা দিতে চাইছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া ও খাতড়া শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ০০:৩১
Share:

রঘুনাথপুরে সিপিএমের মিছিল। —নিজস্ব চিত্র।

রাঢ়বাংলার দুই জেলা পুরুলিয়া ও বাঁকুড়ার তিনটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পর্ব শুরু হচ্ছে আজ শনিবার ১২ এপ্রিল থেকে। বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে বিভিন্ন দলের প্রার্থীরা ভিন্ন ভিন্ন দিনে মনোনয়ন জমা করতে চাইলেও ঘটনাচক্রে পুরুলিয়ার বড় দলের প্রার্থীরা একই দিনে জমা দিতে চাইছেন।

Advertisement

বাঁকুড়ার জেলাশাসক তথা জেলার মুখ্য নির্বাচন আধিকারিক বিজয় ভারতী বলেন, “১২-১৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র তুলতে ও জমা দিতে পারবেন। ২১ এপ্রিল মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন ২৩ এপ্রিল। ওইদিনই সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।” তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে সর্বাধিক চারজনকে মনোনয়ন কক্ষে ঢুকতে দেওয়া যাবে।

বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রের মনোনয়ন এ বার জেলাশাসকের কার্যালয়ে হবে। প্রথম দিনেই মনোনয়নপত্র জমা দিয়ে এগিয়ে থাকতে চাইছে সিপিএম। সিপিএমের দুই প্রার্থী বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বাসুদেব আচারিয়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সুস্মিতা বাউরি শনিবার মনোনয়নপত্র জমা দেবেন বলে দল সূত্রের খবর। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শ্রীমতী দেববর্মা ওরফে মুনমুন সেন মনোনয়নপত্র জমা দিতে আসছেন বুধবার। ওইদিনই বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌমিত্র খাঁ-ও মনোনয়নপত্র জমা দেবেন। বিজেপি-র বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সুভাষ সরকার ও বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী জয়ন্ত মণ্ডল মনোনয়ন পত্র জমা দেবেন পরের দিন বৃহস্পতিবার। সেই দিন কংগ্রেস প্রার্থী বাঁকুড়ার নীলমাধব গুপ্ত ও বিষ্ণুপুরের প্রার্থী নারায়ণ চন্দ্র খাঁ মনোনয়নপত্র জমা দেবেন বলে দল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

তবে পুরুলিয়া কেন্দ্রের বড় দলগুলির প্রার্থীরা একই দিনে মনোনয়ন পত্র জমা দিতে চাইছেনবুধবার। যেমন তৃণমূলের প্রার্থী মৃগাঙ্ক মাহাতো ঠিক করেছেন, বুধবার তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। আবার জেলা বামফ্রন্টের আহ্বায়ক মণীন্দ্র গোপ বলেন, “আমরাও ঠিক করেছি বুধবারই আমাদের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নরহরি মাহাতো মনোনয়নপত্র জমা দেবেন।” কংগ্রেস অবশ্য এখনও দিন ঠিক করেনি। কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বলেন, “মায়ের সঙ্গে আলোচনা করে দিন ঠিক করব।” তবে বিজেপি প্রার্থী বিকাশ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বুধবারই তাঁরাও মনোনয়নপত্র জমা করতে যাবেন। এমনটা কেন? বিকাশবাবুর রসিকতা, “কথায় আছে না, মঙ্গলে উষা বুধে পা...। সবাই মনে হয় ওই কথাটা ধরেই বুধবার লড়াইয়ে নামতে চাইছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন