ধর্ষণের হুমকি, অভিযুক্ত নেতা-পুত্র

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কয়েকজন ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার স্কুলপড়ুয়া ছেলের বিরুদ্ধে। বাঁকুড়ার ওন্দার ওই স্কুলছাত্রীদের অভিভাবকরা শুক্রবার টিচার-ইনচার্জের কাছে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেন। টিচার-ইনচার্জ তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় শনিবার ওন্দা থানায় লিখিত ভাবে বিষয়টি জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ওন্দা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৯
Share:

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কয়েকজন ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার স্কুলপড়ুয়া ছেলের বিরুদ্ধে। বাঁকুড়ার ওন্দার ওই স্কুলছাত্রীদের অভিভাবকরা শুক্রবার টিচার-ইনচার্জের কাছে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেন। টিচার-ইনচার্জ তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় শনিবার ওন্দা থানায় লিখিত ভাবে বিষয়টি জানান। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে। ছাত্রটির বাবা বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। তাঁর দাবি, “আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।”

Advertisement

ঘটনার সূত্রপাত শুক্রবার স্কুলের দরজার কাছে। ওই ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, মেয়েরা শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে স্কুলে ঢুকছিল। স্কুলের দরজার কাছে ওই নেতার ছেলে এক সহপাঠী ও এক বহিরাগতকে নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা ওই ছাত্রীদের উদ্দেশে কটূ মন্তব্য ছোড়ে। অভিযোগ ওই ছাত্রীরা প্রতিবাদ করায় ওই নেতার ছেলে তাদের ধর্ষণ করে স্কুলের সামনে ফেলে দিয়ে যাওয়ার হুমকি দেয়। ছাত্রীরা স্কুলে গিয়ে টিচার-ইনচার্জের কাছে অভিযোগ জানায়। তিনি সহ-শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। খবর পেয়ে স্কুলে হাজির হন ওই ছাত্রীদের অভিভাবকরা। তাঁরা ওই ছাত্রদের বহিষ্কার করার দাবি জানান। তাঁরা লিখিত ভাবে টিচার-ইনচার্জের কাছে অভিযোগ জানান।

এ দিন ওই স্কুলে অভিভাবক ও শিক্ষকদের পূর্বনির্ধারিত বৈঠকেও এই বিষয় ওঠে। ছেলেগুলির বিরুদ্ধে অন্য পড়ুয়াদের অভিভাবকরাও পুলিশের কাছে অভিযোগ জানানোর দাবি জানান। টিচার-ইনচার্জ জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে দু’জন তাঁর স্কুলের ছাত্র। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে সোমবার স্কুলের পরিচালন কমিটির বৈঠক ডাকা হয়েছে। পরে বলেন, “স্কুলে এমন পরিবেশ আগে ছিল না। অভিভাবকরা ওই দুই ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিচালন কমিটি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

Advertisement

পুজোয় চাই নতুন শাড়ি। রামপুরহাটের পাখুরিয়া গ্রামে অনির্বাণ সেনের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন