নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

একদিনে তিন নাবালিকার বিয়ে রুখল জেলা প্রশাসন। বৃহস্পতিবারের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে চাইল্ড লাইন ও জেলা শিশু সুরক্ষা ইউনিট যৌথ ভাবে বাঁকুড়া ২, বড়জোড়া ও বিষ্ণুপুর ব্লকে একটি করে নাবালিকার বিয়ে বন্ধ করে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া ২ ব্লক এলাকার ১৪ বছরের এক নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল আগামী শুক্রবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:৫৫
Share:

একদিনে তিন নাবালিকার বিয়ে রুখল জেলা প্রশাসন। বৃহস্পতিবারের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে চাইল্ড লাইন ও জেলা শিশু সুরক্ষা ইউনিট যৌথ ভাবে বাঁকুড়া ২, বড়জোড়া ও বিষ্ণুপুর ব্লকে একটি করে নাবালিকার বিয়ে বন্ধ করে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া ২ ব্লক এলাকার ১৪ বছরের এক নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল আগামী শুক্রবার। সেই খবর পেয়েই ওই নাবালিকার বাড়ি যান প্রতিনিধিরা। ওই নাবালিকার বাবা পেশায় দিনমজুর। দারিদ্রের কারণেই কম বয়েসে মেয়ের বিয়ে দিচ্ছিলেন বলে তিনি প্রতিনিধিদের জানান। প্রতিনিধিরা তাঁকে কম বয়েসে মেয়ের বিয়ে দিলে তার কী ক্ষতি হতে পারে তা জানান। এরপরেই তাঁরা মেয়ের বাবাকে দিয়ে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা লিখিয়ে নেয়। ওই দিনই বড়জোড়ার একটি গ্রামে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রীরও বিয়ে বন্ধ করা হয়। অন্যদিকে বিষ্ণুপুরের মুনিনগর সংলগ্ন একটি গ্রামের একাদশ শ্রেণির এক ছাত্রীরও বিয়ে বন্ধ করা হয়। উপস্থিত ছিলেন চাইল্ড লাইনের কাউন্সিলর সব্যসাচী তিওয়ারি, শিশু সুরক্ষা ইউনিটের প্রতিনিধি দুলালচন্দ্র ভট্টাচার্য, মুকুল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সজল শীল বলেন, “তিন নাবালিকার পরিবারের কাছ থেকেই প্রাপ্ত বয়সের আগে বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে। আমরাও নজর রাখব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement