শাটার বন্ধ দোকানে আগুন লেগে প্রচুর মনোহারি ও দশকর্মার জিনিস পুড়ে গেল। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ মানবাজারের পোস্টঅফিস মোড়ের কাছের ঘটনা। দোকান মালিক রবিলোচন ঘোষের বলেন, ‘‘রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে বাড়ি যাই। খবর পেয়ে ছুটে এসে শাটার খুলে দেখি ভিতরে দাউদাউ আগুন। সবাই মিলে জল ঢেলে আগুন নেভান।’’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্টসার্কিটের ফলে অগ্নিকাণ্ড।