পার্কের প্রস্তাব

বাসিন্দাদের দীর্ঘ দিনের চাহিদা সাঁইথিয়ায় শিশু ও বয়স্কদের জন্য একটি বিনোদন পার্ক হোক। অবশেষে বাসিন্দাদের দাবি মেনে রাজ্যের পুরসচিবের হাতে পার্কের প্রজেক্ট জমা দিলেন সাঁইথিয়ার পুরপিতা বিপ্লব দত্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০০:৪৬
Share:

বাসিন্দাদের দীর্ঘ দিনের চাহিদা সাঁইথিয়ায় শিশু ও বয়স্কদের জন্য একটি বিনোদন পার্ক হোক। অবশেষে বাসিন্দাদের দাবি মেনে রাজ্যের পুরসচিবের হাতে পার্কের প্রজেক্ট জমা দিলেন সাঁইথিয়ার পুরপিতা বিপ্লব দত্ত। শনিবার বিপ্লববাবু দাবি করেন, গত ১৪ জুলাই মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সঙ্গে নিয়ে পুরসচিবের হাতে একটি বিনোদন পার্কের প্রজেক্ট তিনি জমা করেছেন। প্রজেক্টটির জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা। বিপ্লববাবু বলেন, ‘‘পুর সচিব আমাদের আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই এর অনুমোদন মিলে যাবে। আমাদের ইচ্ছা পার্কের মধ্যে টয় ট্রেন-সহ ছোটদের বিভিন্ন রকম খেলার জিনিস রাখব।’’ পার্কের বিনোদনগুলির জন্য টিকিট কাটতে হবে কি না, তা এখনও ঠিক হয়নি। তবে, প্রস্তাবিত পার্কের রক্ষণাবেক্ষণের স্বার্থে পার্কের ভেতরে ঢোকার জন্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে টিকিটের ব্যবস্থা করা হতে পারে বলে পুরপ্রধান জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement