ফি কমানোর দাবি কলেজে

কোর্স ফি কমানোর দাবিতে আন্দোলনে নামলেন সোনামুখীর একটি বেসরকারি বিএড কলেজের ছাত্রছাত্রীরা। আংশিক ক্লাস বয়কট করে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সোমবার। বৃহস্পতিবার সেই আন্দোলন বড় আকার নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ০০:৪৮
Share:

কোর্স ফি কমানোর দাবিতে আন্দোলনে নামলেন সোনামুখীর একটি বেসরকারি বিএড কলেজের ছাত্রছাত্রীরা। আংশিক ক্লাস বয়কট করে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সোমবার। বৃহস্পতিবার সেই আন্দোলন বড় আকার নেয়। এ দিন ওই বেসরকারি কলেজের ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ক্লাস না করে গেটের বাইরে অবস্থান করছেন প্রায় ১০০ জন ছাত্রছাত্রী। তাঁদের দাবি একটাই— কোর্স ফি কমাতে হবে। আন্দোলনকারী পড়ুয়াদের তরফে বাপন ঘোষ, সুরজিৎ লাই, মৌমিতা মুখোপাধ্যায়, মৌসুমী সূত্রধরদের দাবি, “এই কলেজে কোর্স ফি ১ লক্ষ ৪০ হাজার টাকা। আমাদের পক্ষে অত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। তা কমিয়ে ৮০ হাজার টাকা করার দাবি জানিয়েছি। তা না হওয়ায় সোমবার আংশিক সময়ের জন্য ক্লাস বয়কট করেছিলাম। এ বার পুরো সময়ের জন্য এই আন্দোলন শুরু হয়েছে।’’ ওই বিএড কলেজের অধ্যক্ষ ভদ্রেশ্বর মণ্ডল এ দিন বলেন, “বিশ্ববিদ্যালয় ও রাজ্য সরকার মিলে এই কোর্স ফি ঠিক করেছে। তাই অন্যায় ও অযৌক্তিক এই দাবি আমাদের মেনে নেওয়া সম্ভব নয়।’’ তিনি জানান, ছাত্রছাত্রীদের আন্দোলন ছেড়ে ক্লাসে যোগ দিতে বলা হয়েছে। এই সংস্থার কর্তা প্রবীর ঘোষালের দাবি, পড়ুয়াদের দাবি মানা সম্ভব নয়। নিয়ম মেনেই ওই ফি রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement