বিদ্যুৎ চুরি রুখতে অভিযান

বিদ্যুৎ চুরি রুখতে অভিযান চালিয়ে মাড়গ্রাম থানার মেলেডাঙ্গা গ্রামের চার অবৈধ বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে এফআইআর করল বিদ্যুৎ বন্টন কোম্পানি। দফতরের মাড়গ্রাম গ্রাহক সেবা কেন্দ্রের সহকারী বাস্তুকার শিশু নাথ দাস বলেন, ‘‘মেলেডাঙা গ্রামে একাধিক বার ৬৫ কেভি ট্রান্সফরমা পুড়ে যাওয়ার জন্য সম্প্রতি ১০০ কেভি ট্রান্সফরমা বদল করে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০১:১৬
Share:

বিদ্যুৎ চুরি রুখতে অভিযান চালিয়ে মাড়গ্রাম থানার মেলেডাঙ্গা গ্রামের চার অবৈধ বিদ্যুৎ গ্রাহকের বিরুদ্ধে এফআইআর করল বিদ্যুৎ বন্টন কোম্পানি। দফতরের মাড়গ্রাম গ্রাহক সেবা কেন্দ্রের সহকারী বাস্তুকার শিশু নাথ দাস বলেন, ‘‘মেলেডাঙা গ্রামে একাধিক বার ৬৫ কেভি ট্রান্সফরমা পুড়ে যাওয়ার জন্য সম্প্রতি ১০০ কেভি ট্রান্সফরমা বদল করে দেওয়া হয়। তা সত্ত্বেও এলাকার ট্রান্সফরমার খারাপ হয়ে যাওয়ার অভিযোগ আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দফতরের রামপুরহাট বিভাগের সহযোগিতা নিয়ে মেলেডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়।

Advertisement

শিশুনাথ দাস বলেন, ‘‘মেলেডাঙ্গা গ্রামে অধিকাংশ গ্রাহক হুকিং করে বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করছিল। সেই জন্য ওই গ্রামে প্রাথমিক ভাবে চারজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং গ্রামবাসীদের সতর্ক করে দেওয়া হয়েছে।’’

রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির রামপুরহাট বিভাগীয় দফতরের সিকিউরিটি এ্যন্ড লস প্রিভেনসন ইউনিট সূত্রে জানা গিয়েছে, জুন মাসে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য রামপুরহাট, মাড়গ্রাম,পাইকর, মুরারই, ময়ূরেশ্বর এলাকায় এখনও পর্যন্ত কুড়ি জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মে মাসে ৪২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement