বিধায়কের ক্ষোভ

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রয়োজনে সকাল ন’টা থেকে বেলা তিনটে পর্যন্ত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখায় নাকাল হলেন শিশু প্রসূতি-সহ সাধারণ রোগীরা। এমনই অভিযোগ তুলেছেন বান্দোয়ানের বিধায়ক সুশান্ত বেসরা। রোগী হয়রানির কথা অবশ্য অস্বীকার করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব সরেন। তাঁর দাবি, প্রশাসনের থেকে আগাম খবর পাওয়ায় জেনারেটার চালু করা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০১:২৮
Share:

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রয়োজনে সকাল ন’টা থেকে বেলা তিনটে পর্যন্ত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখায় নাকাল হলেন শিশু প্রসূতি-সহ সাধারণ রোগীরা। এমনই অভিযোগ তুলেছেন বান্দোয়ানের বিধায়ক সুশান্ত বেসরা। রোগী হয়রানির কথা অবশ্য অস্বীকার করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব সরেন। তাঁর দাবি, প্রশাসনের থেকে আগাম খবর পাওয়ায় জেনারেটার চালু করা ছিল। পুরুলিয়ার জেলাশাসক তন্ময় চক্রবর্তী জানান, স্বাস্থ্যকেন্দ্রের কাছেই হেলিপ্যাড থাকায় বিদ্যুৎবাহী তারের সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। তবে এ দিন ওই হেলিপ্যাডের বদলে মাংলা গ্রামের হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রীর কপ্টার ওঠানামা করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement