বোলপুরে স্বাস্থ্য সচেতনতা শিবির

মা ও শিশু স্বাস্থ্য এবং মিশন ইন্দ্রধনুশ শীর্ষক দু’দিনের জন সচেতনতা কর্ম সূচি হয়ে গেল বোলপুরে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর এবং বিশ্বভারতীর পল্লি সম্প্রসারণ কেন্দ্রের সহযোগিতায় দু’দিনের এই জনসচেতনতা মূলক অভিযানের উদ্যোক্তা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের ক্ষেত্রীয় প্রচার নির্দেশালয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৫ ০১:৪৮
Share:

মা ও শিশু স্বাস্থ্য এবং মিশন ইন্দ্রধনুশ শীর্ষক দু’দিনের জন সচেতনতা কর্ম সূচি হয়ে গেল বোলপুরে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর এবং বিশ্বভারতীর পল্লি সম্প্রসারণ কেন্দ্রের সহযোগিতায় দু’দিনের এই জনসচেতনতা মূলক অভিযানের উদ্যোক্তা ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের ক্ষেত্রীয় প্রচার নির্দেশালয়। মা ও শিশুর স্বাস্থ্য, টিকাকরণ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে দু’দিন ধরে এলাকায় শিবির করে চলে আলোচনা এবং কুইজ প্রতিযোগিতা।

Advertisement

আয়োজকদের পক্ষে ক্ষেত্রীয় প্রচার আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বলেন, ‘‘মা ও শিশু স্বাস্থ্য এবং মিশন ইন্দ্রধনুশ নিয়ে দু’দিনের জনসচেতনতা অভিযান হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর এবং বিশ্বভারতীর পল্লি সম্প্রসারণ কেন্দ্রের সহযোগিতায় শ্রীনিকেতনের ‘ফ্রেস্কো’তে ওই কর্মসূচীর আয়োজন হয়েছিল। এলাকার তপসিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা এই কর্ম সূচিতে সামিল হয়েছিলেন। এলাকার শ দুয়েক মা এবং শিশুকে শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

স্বাস্থ্যবিভাগের চিকিৎসক, সেবিকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির অভিজ্ঞ কর্মীদের নিয়ে এলাকায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত ব্যবধানে মা ও শিশুর টিকাকরণ এবং তার প্রয়োজনীয়তা নিয়ে মা দের পাশাপাশি তাদের পরিবারের সংশ্লিষ্ট বাসিন্দাদের বিশেষ ভাবে ওই অভিযান কর্মসূচিতে জানানো হয়েছে।

Advertisement

উদ্যোক্তাদের পক্ষ থেকে শ্রীনিকেতন এলাকায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন হয়েছিল বুধবার। আলোচনায় সভাপতিত্ব করেন বোলপুরের বিডিও শমিক পাণিগ্রাহী। মা এবং শিশুর স্বাস্থ্য বিষয়ক একাধিক সরকারি প্রকল্প এবং তার সুবিধা সুযোগ নিয়ে আলোচনা করেন বক্তারা। শুধু তাই নয়, এমন আলোচনায় বাল্য বিবাহ রোকা, কন্যা ভ্রুন হত্যা বন্ধ, লিঙ্গ বৈষম্য দূর করার মতো বিষয় এবং তার আইনি দিক নিয়ে আলোচনা হয় ওই কর্মসূচিতে। উপস্থিতদের জন্য, সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গীত ও নাটক বিভাগের পক্ষ থেকে যাদুকর নজরুল শেখ একটি অনুষ্ঠানও করেন। স্বাস্থ্য দফতরের একাধিক চিকিৎসক, সেবিকা, অঙ্গনওয়াড়ি কর্মীর যোগ দেন ওই অভিযানের কর্মসূচিতে। হাজির ছিলেন বোলপুরের এসডিপিও অম্লানকুসুম ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement