বিয়ের আগেই নিখোঁজ নাবালিকা

নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন বাড়ির লোকজন। কিন্তু বিয়ের আগের দিন সকাল থেকে নিরুদ্দেশ সেই কিশোরী। বোরো থানা এলাকার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৪ ০১:১৩
Share:

নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন বাড়ির লোকজন। কিন্তু বিয়ের আগের দিন সকাল থেকে নিরুদ্দেশ সেই কিশোরী। বোরো থানা এলাকার ঘটনা।

Advertisement

স্থানীয় একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর বিয়ে ঠিক হয়েছিল মানবাজার থানা এলাকার একটি গ্রামে। রবিবার বিয়ে হওয়ার কথা ছিল। শনিবার সকালে বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ বাড়ির লোকেরা দেখেন ওই কিশোরীর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে সম্ভাব্য জায়গায় খোঁজ করেও সন্ধান মেলেনি। রবিবার ওই কিশোরীর বাবা বলেন, “১৮ বছরের নীচে মেয়ের যে বিয়ে দেওয়া যায় জানতাম না। মেয়েও বিয়েতে আপত্তি করেনি। কিন্তু কোথায় যে গেল তা বুঝতে পারছি না।”

কয়েক মাস আগে বোরো থানার পিটিদিরি গ্রামের নিখোঁজ এক স্কুল ছাত্রীকে পুলিশ ভিন্ রাজ্য থেকে উদ্ধার করে এনেছিল। তাকে পাচার করার অভিযোগে কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছিল। তেমনই কোনও চক্রের খপ্পরে এই কিশোরী পড়েছে কি না তা নিয়েও বাসিন্দাদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন। মানবাজার ২ ব্লকের জেলা পরিষদ সদস্য প্রতিমা সরেন বলেন, “ওই কিশোরীর নিখোঁজ হওয়ার কথা শুনেছি। ওকে উদ্ধার করার জন্য পুলিশকে বলব।”

Advertisement

শনিবার সন্ধ্যায় ওই থানারই এক গ্রামে কার্যত বিয়ের আসরে পুলিশ গিয়ে এক নাবালিকার বিয়ে আটকে দেয়। বারিকুল গ্রামে সাড়ে ১৬ বছর বয়সের ওই কিশোরীর বিয়ে ঠিক হয়েছিল। মেয়ের বাবা বলেন, “বিয়ের সব আয়োজন, রান্নাবান্না হয়ে গিয়েছিল। কিন্তু ১৮ বছরের আগে মেয়ের যে বিয়ে দেওয়া যায় না, জানা ছিল না।” মানবাজার ২ বিডিও পার্থ কর্মকার বলেন, “একটি বিশেষ সূত্রে খবর পেয়ে ওই নাবালিকার বিয়ে আটকানো গিয়েছে। ১৮ বছর বয়সের পরে মেয়েটির বিয়ে দিতে তার বাড়ির লোকেদের জানানো হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement