মানিকলাল জন্ম শতবর্ষ

সকালে শোভাযাত্রা, প্রতিকৃতিতে মাল্যদান, বিকেলে যদুভট্ট মঞ্চে আলোচনাসভার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিষ্ণুপুরে শুরু হল ইতিহাসবিদ মানিকলাল সিংহের জন্ম শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০২:৩৫
Share:

সকালে শোভাযাত্রা, প্রতিকৃতিতে মাল্যদান, বিকেলে যদুভট্ট মঞ্চে আলোচনাসভার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিষ্ণুপুরে শুরু হল ইতিহাসবিদ মানিকলাল সিংহের জন্ম শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান। বঙ্গীয় সাহিত্য পরিষদের বিষ্ণুপুর শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক মানিকবাবু ছিলেন ইতিহাস বিষয়ক বহু গ্রন্থের প্রণেতা। জীবদ্দশায় তাঁকে বর্ধমান বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডি লিট সম্মানে ভূষিত করেছিলেন। তাঁর জীবন ও সৃষ্টি কর্ম নিয়ে এ দিন আলোচনায় অংশ নেন রূপেন্দ্রকুমার চট্টোপাধ্যায়, প্রভাতকুমার সাহা, অজয়কুমার ঘোষ প্রমুখ বিশিষ্টজনেরা। শতবর্ষ উদ্‌যাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন দাশগুপ্ত জানান, সারা বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে চলবে এই অসামান্য স্রষ্টাকে স্মরণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement