পাঠভবনের শমীন্দ্র শিশু পাঠাগার ও ন্যাশনাল বুক ট্রাস্টের যৌথ উদ্যোগে বিশ্বভারতীর শমীন্দ্র পাঠাগার সংলগ্ন পাঠকক্ষে আয়োজিত হয়েছে ‘শান্তিনিকেতন বই উৎসব’। শুক্রবার থেকে শুরু হওয়া ওই বই উৎসব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। শান্তিনিকেতন বই উৎসবে বই প্রদর্শনীর পাশাপাশি বিক্রয়ের সুবিধা রয়েছে সকলের জন্য। শনিবার ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী।