ভারতীয় সংস্কৃতি চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা তথা সঙ্গীতশিল্পী বাঁকুড়ার জয়দেব বরাটের স্মরণে রবিবার সন্ধ্যায় শহরের ইঁদারাগড়া এলাকার একটি লজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ভারতীয় সংস্কৃতি চক্রের সহকারী সম্পাদক বুদ্ধদেব পাল বলেন, “বাঁকুড়ার সাংস্কৃতিক জগতে জয়দেবের অবদান ছিল গুরুত্বপূর্ণ। ওর অকাল প্রয়াণে অপূরনীয় ক্ষতি হয়ে গেল।’’