শিশু উদ্যান

কচিকাঁচাদের দীর্ঘ দিনের চাহিদা পূরণ করতে চলছে নলহাটি পুরসভা। শহরের ১০ নম্বর ওয়ার্ডের মাজার সংলগ্ন এলাকায় তারা একটি শিশু উদ্যান গড়ার উদ্যোগ নিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০০:৪৯
Share:

কচিকাঁচাদের দীর্ঘ দিনের চাহিদা পূরণ করতে চলছে নলহাটি পুরসভা। শহরের ১০ নম্বর ওয়ার্ডের মাজার সংলগ্ন এলাকায় তারা একটি শিশু উদ্যান গড়ার উদ্যোগ নিয়েছে। পুরসভা সূত্রেই জানা গিয়েছে, ওই শিশু উদ্যান গড়ার জন্য এলাকার সাংসদ শতাব্দী রায়ের উন্নয়ন তহবিল থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পুরপ্রধান রাজেন্দ্রপ্রসাদ সিংহ জানান, আশা করছি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিশুদের জন্য ওই উদ্যান খুলে দেওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement