স্মরণ অনুষ্ঠান

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৩১তম মৃত্যু দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল সাঁইথিয়া ব্লক কংগ্রেস ও বোলপুর ব্লক ও শহর কংগ্রেস। সাঁইথিয়ায় ওই উপলক্ষে শনিবার ব্লক কংগ্রেস সভাপতি রথীন সেনের নেতৃত্বে স্থানীয় অভেদানন্দ কলেজের সামনে অবস্থিত দলের ব্লক কার্যালয় থেকে একটি মিছিল বের করে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ০১:২২
Share:

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৩১তম মৃত্যু দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল সাঁইথিয়া ব্লক কংগ্রেস ও বোলপুর ব্লক ও শহর কংগ্রেস। সাঁইথিয়ায় ওই উপলক্ষে শনিবার ব্লক কংগ্রেস সভাপতি রথীন সেনের নেতৃত্বে স্থানীয় অভেদানন্দ কলেজের সামনে অবস্থিত দলের ব্লক কার্যালয় থেকে একটি মিছিল বের করে কংগ্রেস। ওই মিছিল শহর পরিক্রমা করে সাঁইথিয়া শশিভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত ইন্দিরা গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদান করে। ওই মিছিলে যোগদানকারী কংগ্রেস কর্মী-সমর্থকেরাও মাল্যদান করেন ওই প্রতিকৃতিতে।

Advertisement

এ দিন সকালে শান্তিনিকেতন রাস্তার উপর মসজিদ মোড়ে ইন্দিরা গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসর একাধিক নেতা ও কর্মী। জন কল্যাণে প্রয়াত নেত্রীর অবদান নিয়ে কথা বলেন কংগ্রেসের বোলপুর ব্লক সভাপতি মহম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলার অন্যতম সাধারণ সম্পাদক তপন সাহা, জেলা কংগ্রেস সেবাদলের মুখ্য সংগঠক পক্ষে দেবকুমার দত্ত প্রমুখ।

অন্যদিকে এ দিন সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন। সেই উপলক্ষে শান্তিনিকেতনে শুরু হল সাত দিনের গ্রন্থ মেলা ও প্রদর্শনী। বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে এবং সেন্ট্রাল লাইব্রেরী চত্বরে শুরু হওয়া গ্রন্থের এই প্রদর্শনী ও মেলায়, বিশ্বভারতীর নিজস্ব গ্রন্থন বিভাগের প্রকাশিত বইয়ের পাশাপাশি মিলবে অন্য প্রকাশনার বইও। সর্দার বল্লভভাই পটেলের জীবনী, অবদান নিয়ে লেখা একাধিক লেখকদের বইয়ের সঙ্গে মেলায় রয়েছে তাঁর সঙ্গে রবীন্দ্রনাথ, নেহেরু, সুভাষচন্দ্রের মত‌ো ব্যক্তিদের সম্পর্ক ও আলোচনা নিয়ে নানা গ্রন্থ। এ দিনের গ্রন্থ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনায় বিশ্বভারতীর সহ-উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত সহ ছিলেন রবীন্দ্রভবনের অধ্যক্ষা তপতী মুখোপাধ্যায়, হিন্দি ভবনের অধ্যাপক রামেশ্বর মিশ্র প্রমুখ। বল্লভভাইয়ের জীবনের নানা পর্বের ছবি ও কাজের কথা তুলে ধরে একটি প্রদর্শনী আয়োজন করেছে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement