সিঙ্গুরকে পাঠ্য করায় প্রশ্ন

পাঠ্যসুচিতে সিঙ্গুর আন্দোলনকে স্কুলপাঠ্য ইতিহাসের অন্তর্ভুক্ত করা হল কেন, বুধবার বিধানসভায় তা নিয়ে ফের সরব হন বিরোধীরা। শিক্ষা বাজেট নিয়ে আলোচনার সময়ে বিরোধীরা প্রশ্ন তোলেন, কেন এই আন্দোলনকে অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে রাখা হল?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:১৬
Share:

পাঠ্যসুচিতে সিঙ্গুর আন্দোলনকে স্কুলপাঠ্য ইতিহাসের অন্তর্ভুক্ত করা হল কেন, বুধবার বিধানসভায় তা নিয়ে ফের সরব হন বিরোধীরা। শিক্ষা বাজেট নিয়ে আলোচনার সময়ে বিরোধীরা প্রশ্ন তোলেন, কেন এই আন্দোলনকে অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে রাখা হল? শিক্ষামন্ত্রীর পাল্টা প্রশ্ন ছিল, তবে কি মার্ক্স-লেনিনকে স্কুলের পাঠ্যসূচিতে আনা হবে? এই সরকারি সিদ্ধান্তকে কটাক্ষ করে সিপিএমের আমজাদ হোসেনের মন্তব্য ছিল, ইতিহাসবিদেরা নয়, রাজনীতিবিদেরা এই পাঠ্যসূচি ঠিক করেছেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা জবাব, সিঙ্গুরের আন্দোলন যে যথাযথ ছিল, সুপ্রিম কোর্টে তা প্রমাণিত। এটি কৃষক আন্দোলন। পাঠ্যক্রমে তেভাগা আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলনের কথা আছে। এখন থেকে সিঙ্গুর আন্দোলনও যুক্ত হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement