ট্যাবেও খাসা রেসিং

কম্পিউটারের জনপ্রিয় রেসিং গেম ‘নিড ফর স্পিড’ খেলার অভিজ্ঞতা অধিকাংশেরই রয়েছে। কম্পিউটারের সেই রেসিং গেম খেলার মজা পাবেন মোবাইল, ট্যাবলেটেও।

Advertisement

প্রলয় সামন্ত

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০২:৩২
Share:

কম্পিউটারের জনপ্রিয় রেসিং গেম ‘নিড ফর স্পিড’ খেলার অভিজ্ঞতা অধিকাংশেরই রয়েছে। কম্পিউটারের সেই রেসিং গেম খেলার মজা পাবেন মোবাইল, ট্যাবলেটেও।

Advertisement

নিড ফর স্পিড নো লিমিট
এ বছরই মোবাইল ও ট্যাবের জন্য মুক্তি পেয়েছে ‘নিড ফর স্পিড নো লিমিট’ (need for speed no limits)। এতে রয়েছে বিএমডব্লু, ফেরারি, ফোর্ড-এর মতো গাড়ি। মোবাইল বা ট্যাবে এই গেম চালানোর জন্য প্রয়োজন ২GHz প্রসেসর, ১জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ৪.০ বা তার বেশি। উইন্ডোজ ফোনেও খেলা যাবে।

Advertisement

অ্যাসফাল্ট নাইট্রো

এ বছরই মে মাসে মুক্তি পেয়েছে মোবাইল, ট্যাবের জনপ্রিয় রেসিং গেম ‘অ্যাসফাল্ট (asphalt)’ সিরিজের ‘অ্যাসফাল্ট নাইট্রো’। এতে নিড ফর স্পিড নো লিমিটের মতো গ্রাফিক্স মিলবে না। ছোট সাইজের এই এই গেমের জন্য প্রয়োজন ৫১২ এমবি র‌্যাম, ১০৭ এমবি মেমোরি ও অ্যান্ড্রয়েড ২.৩।

অ্যাসফাল্ট ৮ এয়ারবোর্ন

তবে অ্যাসফাল্ট সিরিজের জনপ্রিয় গেম হল ‘অ্যাসফাল্ট ৮ এয়ারবোর্ন’ (asphalt 8 airborne)। এতে রয়েছে দুর্দান্ত গ্রাফিক্স। এতে আছে ল্যাম্বোরঘিনি, ফেরারি, বিএমডব্লু, অডির মতো অনেক নামী রেসিং গাড়ি। গাড়িগুলি দেখে কার্টুনের মতো মনে হবে না। রয়েছে প্রচুর ট্র্যাক। পাহাড়, নদীর উপর দিয়ে ডিগবাজি খেতে খেতে গাড়ি ছুটবে। রেসিং-এর সময় গতি কমে গেলে নাইট্রো বুস্টারের মাধ্যমে আরও জোরে ছোটানো সম্ভব— প্রতিটি ট্র্যাকে রোমাঞ্চ।

এই গেম খেলার জন্য প্রয়োজন কমপক্ষে ২ জিবি মেমোরি। ডুয়াল কোর ১.২GHz প্রসেসর। ১ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ৪.০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement