রাহুলের বদলে পুজো দেখতে অন্য দুই নেতা

রাজস্থান ও মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারেই এখন বেশি সময় দিচ্ছেন কংগ্রেস সভাপতি। যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, তার জন্যই কাল, বুধবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) ডাকা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০৩:৪৪
Share:

রাহুল গাঁধী

পুজোর কলকাতায় আসা হচ্ছে না রাহুল গাঁধীর। বদলে এআইসিসি রাজ্যে পাঠাতে চায় অন্য দুই নেতাকে। দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, এই আক্ষেপ নিয়েই পুজো কাটাতে হচ্ছে প্রদেশ কংগ্রেস নেতাদের!

Advertisement

রাজস্থান ও মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারেই এখন বেশি সময় দিচ্ছেন কংগ্রেস সভাপতি। যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট আসন্ন, তার জন্যই কাল, বুধবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) ডাকা হয়েছে। ওই দিনই কলকাতায় এসে রাহুল দুর্গাপুজো দেখবেন এবং বেলুড় মঠে যাবেন বলে প্রস্তুত হচ্ছিল প্রদেশ কংগ্রেস। বাংলার কংগ্রেস নেতাদের অনুরোধে রাহুল তাঁর সূচিতে ১৭ অক্টোবর সময় থাকার কথাই জানিয়েছিলেন। কিন্তু ভোট সংক্রান্ত বৈঠকের জন্য দিল্লিতে থাকতে হবে বলে শেষ পর্যন্ত অষ্টমীর দিন তাঁর কলকাতায় পুজো-সফরে আসা হচ্ছে না। বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি-র নেতা গৌরব গগৈ কংগ্রেস সভাপতির না আসার কথা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন। ঠিক হয়েছে, রাহুল না এলেও এআইসিসি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ ও রাজ বব্বরকে বাংলায় পাঠাবে।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সোমবার বলেন, ‘‘কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক পড়ে যাওয়ায় রাহুলজি’র কলকাতায় আসতে সমস্যা হল।’’ পুজোর পরে যাতে রাহুলকে এনে কর্মিসভা বা অন্য রাজনৈতিক কর্মসূচি করা যায়, সেই চেষ্টা অবশ্য বহাল রয়েছে দলের তরফে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, কলকাতায় খুরশিদ এবং শিলিগুড়িতে বব্বর এসে পুজো মণ্ডপে যাবেন। আরও কোনও নেতাকে যাতে এই তালিকায় যোগ করা যায়, তার জন্য এআইসিসি-র কাছে অনুরোধ পাঠানো হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement