আন্দোলনের জেরে চাকরি ফেরাল রেল

প্যানেলে নাম প্রকাশিত হয়েও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের নিয়ে আন্দোলনে নেমেছিল ফরওয়ার্ড ব্লকের যুব লিগ। শেষ পর্যন্ত তাঁদের নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সোমবারই মেডিক্যাল পরীক্ষা করিয়েছে রেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৩:২৭
Share:

প্রতিবাদ এবং আন্দোলনের জেরে চতুর্থ শ্রেণির ৪০৮ জন কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিল রেল। তিন বছর আগে দক্ষিণ-পূর্ব রেলে নিয়োগের পরীক্ষার পরে ওয়েবসাইটে প্রার্থীদের প্যানেলে ওই ৪০৮ জনের নাম প্রকাশিত হয়েছিল। পরে রেল আবার তা প্রত্যাহার করে অন্য প্রার্থীদের নিয়োগের কথা ঘোষণা করে। প্যানেলে নাম প্রকাশিত হয়েও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের নিয়ে আন্দোলনে নেমেছিল ফরওয়ার্ড ব্লকের যুব লিগ। শেষ পর্যন্ত তাঁদের নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সোমবারই মেডিক্যাল পরীক্ষা করিয়েছে রেল।

Advertisement

যুব লিগের রাজ্য নেতা সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘রেল দফতরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষকেও, যাঁরা আমাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন।’’ নিয়োগ নিয়ে ওই জটিলতার পরে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল যুব লিগ। ধর্না দেওয়া হয়েছিল দক্ষিণ-পূর্ব রেলের দফতরে। প্রশাসনিক আদালত ক্যাটে মামলা এবং ভিজিল্যান্স দফতরে অভিযোগও জানানো হয়েছিল। যুব লিগ নেতৃত্ব এই ঘটনাকে তাঁদের আন্দোলনের সাফল্য হিসাবেই দেখছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন