School Eviction in Bandel

রেলের জমিতে স্কুল! গেটে ঝুলল তালা, ব্যান্ডেলে পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসলেন অভিভাবকেরা

পূর্ব রেল সূত্রে খবর, রেলের জায়গায় দখলদার উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন এবং সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যাঁরা অবৈধ ভাবে বসবাস করছেন, তাঁদেরও উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৫:৫২
Share:

পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসে অভিভাবকেরা। —নিজস্ব চিত্র।

হঠাৎই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন রেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের বক্তব্য, রেলের জমি জবরদখল করে ওই স্কুল চলছিল। হুগলি জেলার ব্যান্ডেলের এই ঘটনায় পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসলেন অভিভাবকেরা। এর ফলে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল স্টেশন লাগোয়া রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আরপিএফ।

Advertisement

ব্যান্ডেল রেল স্টেশনের পাশেই রয়েছে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামের একটি বেসরকারি স্কুল। চার দশকেরও বেশি সময় ধরে চলা এই স্কুলে এক সময় ছিটেবেড়ার ঘর ছিল। পরে পাকা ঘর হয়। এলাকার বহু ছেলেমেয়ে ওই স্কুলে পড়েই পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছেন। সম্প্রতি স্কুল খালি করার নির্দেশ দিয়ে নোটিস পাঠায় রেল। তার পরেই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে স্কুল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা।

এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সুবোধচন্দ্র দাস বলেন, “গত ২৫ তারিখ নোটিস দিয়েছিল রেল। আমরা কিছুটা সময় চেয়েছিলাম। ডিআরএম-এর সঙ্গেও দেখা করেছি। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে।” পূর্ব রেল সূত্রে খবর, রেলের জায়গায় বেআইনি দখলদারদার উচ্ছেদ করা হচ্ছে। ব্যান্ডেল স্টেশন এবং সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যাঁরা অবৈধ ভাবে বসবাস করছেন, তাঁদেরও উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। ওই সূত্রের খবর, ব্যান্ডেল স্টেশনকে ঢেলে সাজার কাজ শুরু করেছে রেল। তার জন্য অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Advertisement

এই প্রসঙ্গে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত বলেন, “বেআইনি ভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনি ভাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement