Weather

সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৮:১৭
Share:

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। -এএফপি

গত দু’দিন ধরে সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। প্রাণ জুড়াচ্ছে রাজ্যবাসীর। বুধবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এ দিন সন্ধ্যার পর ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিহারে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে জলীয়বাষ্প ঢুকছে। ফলে বৃষ্টি হলেওআর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এ সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। পূর্বাভাস মতোই ঝড়বৃষ্টি হচ্ছে। ফলে জেলাগুলিতে তাপমাত্রাও অনেকটা নেমে গিয়েছে। রোদের তেজও অনেকটা কম। প্যাচপেচে গরম নেই। এখন এমনই আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওযা দফতর সূত্রে খবর। তবে আগামী সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement

আরও পড়ুন: সপ্তম দফায় ভোটের মুখে কলকাতায় বাজেয়াপ্ত ১ কোটি টাকা, গ্রেফতার ৩

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement