Bengal Weather Report

রবিবার চার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তার জেরে তাপমাত্রা কি কমবে?

পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। ধীরে ধীরে তা দু’থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১৩:১৩
Share:

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। — ফাইল ছবি।

রাজ্যে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। এর মধ্যেই রবিবার চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তার জেরে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওড়িশার উপর একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই হতে পারে বৃষ্টি। যদিও তার প্রভাবে তাপমাত্রা কমবে না।

পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। ধীরে ধীরে তা দু’থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

Advertisement

শনিবার সন্ধ্যায়ও রাজ্যের তিন জেলা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। পাশাপাশি এ-ও জানিয়েছিল, এর ফলে তাপমাত্রা কমবে না। আগামী সপ্তাহে কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো হাল উত্তরবঙ্গেও। সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতেও গরম বৃদ্ধি পাবে। বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement