বৃষ্টি আনছে তিতলি

হাওয়া অফিস জানাচ্ছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৩:৪৬
Share:

দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বেড়েছে। সেটি আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝ়়ড়ের চেহারা নেবে এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে বয়ে যাবে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘তিতলি’ বা প্রজাপতি। তার দাপটে বুধবার থেকে শুক্রবার বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে। কয়েকটি জেলায় ভারী ব়ৃষ্টিও হতে পারে। আবহবিজ্ঞানীদের আশ্বাস, বৃষ্টি হলেও তিতলি উৎসবে বাগড়া দেবে না। বোধনের আগেই আকাশ সাফ হয়ে যাবে।

Advertisement

হাওয়া অফিস জানাচ্ছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলে ঝো়ড়ো হাওয়া বইবে। ধীবরদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ‘প্রজাপতি’র ডানার ঝাপটায় ওড়িশা-অন্ধ্রপ্রদেশের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, তা স্পষ্ট নয়। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ‘লুবান’ বা পাইনগাছ নামের সেই ঘূর্ণিঝড় অতিপ্রবল হয়ে উঠতে পারে। তার অভিমুখ আপাতত ওমানের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন