Rain

বৃষ্টি চলবে আগামী তিন দিন, জানাল হাওয়া অফিস

বর্ধমান, বীরভূম-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ১২:১০
Share:

প্রতীকী ছবি।

সকাল থেকেই মুখভার আকাশের। রাজ্যের উপর মৌসুমি অক্ষরেখার অবস্থানের জন্যই শুক্রবার সকাল থেকে কোথাও ভারী এবং কোথাও হালকা-মাঝারি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন দিন এই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে জেলায় ভারী বৃষ্টি হবে বলে দফতর সূত্রে খবর। তবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বর্ধমান, বীরভূম-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।পাশ্ববর্তী রাজ্য ওড়িশাতে আগামী ক’দিন ভারী বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: বোর্ড গঠন নিয়ে সংঘর্ষ, মালদহে একরত্তির মাথা ফুঁড়ে বেরল গুলি

(মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement