হাইকোর্ট দেখিয়েই গরহাজির রাজীব 

সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সেই নোটিসের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন রাজীব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০৩:৫৩
Share:

রাজীব কুমার।—ফাইল চিত্র।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে সাক্ষী হিসেবে সকাল সাড়ে ১০টায় ডেকে পাঠিয়ে বিকেল সাড়ে ৪টেয় সারদা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছিল সিবিআই।

Advertisement

একই ভাবে রাজ্য পুলিশের এডিজি (সিআইডি) রাজীব কুমারকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হতে পারে বলে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আশঙ্কা প্রকাশ করেন ওই পুলিশকর্তার আইনজীবী মিলন মুখোপাধ্যায়। অর্থ লগ্নি সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এ দিনই রাজীবকে ফের ডেকে পাঠিয়েছিল সিবিআই। হাইকোর্টে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি হয়নি, এই যুক্তি দেখিয়ে ওই পুলিশকর্তা সিবিআইয়ের কার্যালয়ে হাজির হননি।

সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সেই নোটিসের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন রাজীব। এ দিন বিচারপতি মধুমতী মিত্রের আদালতে সেই মামলার শুনানিতে বিষয়টি জানান তাঁর আইনজীবী।

Advertisement

আইনজীবী মিলনবাবু আদালতে জানান, রাজীবকেও যে গ্রেফতার করা হবে না, তার কোনও নিশ্চয়তা নেই। সেই আশঙ্কাতেই বিচার চেয়ে মামলা করেছেন তিনি। রাজীবকে গ্রেফতার না-করার অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ ২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। বিচারপতি মিত্র সেই আর্জি খারিজ করে গ্রেফতার না-করার সময়সীমা আজ, শুক্রবার পর্যন্ত বাড়িয়েছেন।

এ দিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার জন্য রাজীবকে নোটিস পাঠানো হয়েছিল। সকালে সিআইডি-র আর্থিক অপরাধ দমন শাখার ওসি অভিজিৎ মুখোপাধ্যায় সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের কার্যালয়ে গিয়ে রাজীবের তরফ থেকে একটি চিঠি জমা দেন। সংশ্লিষ্ট সূত্রের খবর, চিঠিতে রাজীব জানিয়েছেন, সারদা মামলায় তাঁর কাছে যে-নোটিস পাঠানো হয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টে মামলা করেছেন। সেই মামলার নিষ্পত্তি হয়নি। হাজিরার বিষয়টি এখনও হাইকোর্টের বিচারাধীন। তাই জিজ্ঞাসাবাদের জন্য তিনি এখন সিবিআইয়ের কার্যালয়ে হাজির হতে পারছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন