হিমালয় থেকে উদ্ধার রাজীব ভট্টাচার্যের দেহ, নামিয়ে আনা হচ্ছে

অবশেষে উদ্ধার করা হল পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ। বুধবার ভোরে ক্যাম্প থ্রি-এর উপরে প্রায় সাড়ে সাত হাজার মিটার উচ্চতা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এর পর সেই দেহ নিয়ে উদ্ধারকারীরা ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প টু হয়ে নীচের দিকে নামছেন। তবে খারাপ আবহাওয়ার কারণে ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে উড়িয়ে তাঁর দেহ নিয়ে কাঠমান্ডু পৌঁছতে শুক্রবার হয়ে যাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দফতরের সচিব সৈয়দ আহমেদ বাবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ১২:৩৭
Share:

অবশেষে উদ্ধার করা হল পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ। বুধবার ভোরে ক্যাম্প থ্রি-এর উপরে প্রায় সাড়ে সাত হাজার মিটার উচ্চতা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এর পর সেই দেহ নিয়ে উদ্ধারকারীরা ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প টু হয়ে নীচের দিকে নামছেন। তবে খারাপ আবহাওয়ার কারণে ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে উড়িয়ে তাঁর দেহ নিয়ে কাঠমান্ডু পৌঁছতে শুক্রবার হয়ে যাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দফতরের সচিব সৈয়দ আহমেদ বাবা।

Advertisement

এখনও নিখোঁজ দুই অভিযাত্রী গৌতম ঘোষ এবং পরেশ নাথের দেহের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে শেরপাদের উপরে ওঠার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। নিখোঁজ হওয়ার পর তিন দিন কেটে গেলে নেপাল সরকার তাঁদের মৃত বলে ঘোষণা করে। সুভাষ-পরেশের ক্ষেত্রে তারা কী অবস্থান নেয়, সে দিকেও নজর রাখা হয়েছে।

কাঠমান্ডু থেকে সৈয়দ আহমেদ বাবা জানিয়েছেন, কাঠমান্ডুর হাসপাতালে চিকিত্সাধীন অভিযাত্রী সুনীতা হাজরা আপাতত ভালই আছেন। অন্য এক অভিযাত্রী দেবাশিষ বিশ্বাস লোত্‌সে অভিযান বাতিল করে ক্যাম্প থ্রি থেকে ফিরে আসছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement