সিআইডি হেফাজতে প্রাক্তন ওসি রাজশেখর

মামলায় ভারতীদেবী ছাড়াও রাজশেখর, ভারতীর দেহরক্ষী সুজিত মণ্ডল ও এসআই চিরঞ্জিৎ ঘোষেরও নাম রয়েছে। এই মামলাতেই গত মঙ্গলবার রাজশেখরকে গ্রেফতার করেছে সিআইডি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর ও ঘাটাল শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২০
Share:

ধৃত: মেদিনীপুর আদালতে রাজশেখর পাইন। নিজস্ব চিত্র

ব্যবসায়ীর টাকা হাতানোর মামলায় ধৃত খড়্গপুর লোকাল থানার প্রাক্তন ওসি রাজশেখর পাইনকে হেফাজতে নিল সিআইডি। বুধবার মেদিনীপুর সিজেএম কোর্টে রাজশেখরকে হাজির করা হয়। ধৃতের জামিনের আবেদন খারিজ করে ন’দিন সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Advertisement

ঘটনাটি ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বরের। ওই দিন খড়্গপুরের সাদাতপুরে তাঁর গাড়ি থেকে ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি ভারতী ঘোষ-সহ চার জনের নামে মেদিনীপুর আদালতে মামলা করেছেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ব্যবসায়ী ইউনুস আলি মণ্ডল। মামলায় ভারতীদেবী ছাড়াও রাজশেখর, ভারতীর দেহরক্ষী সুজিত মণ্ডল ও এসআই চিরঞ্জিৎ ঘোষেরও নাম রয়েছে। এই মামলাতেই গত মঙ্গলবার রাজশেখরকে গ্রেফতার করেছে সিআইডি।

রাজশেখরকে হেফাজতে চেয়ে বুধবার আদালতে সিআইডি জানায়, ওই ব্যবসায়ীর টাকার খোঁজ পেতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অভিযুক্তপক্ষের আইনজীবী মৃণাল চৌধুরী দাবি করেন, ‘‘ঘটনাটি সাদাতপুর ফাঁড়ি এলাকার। ওই ফাঁড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত। কোনও ঘটনা ঘটে থাকলে সেটি ওই ফাঁড়ি এবং জেলা পুলিশের ব্যাপার। তাঁর মক্কেল কোনও ভাবে ঘটনার সঙ্গে যুক্ত নন।’’ পাশাপাশি, তাঁর প্রশ্ন, “গাড়িতে টাকা থেকে থাকলে তার সিজার লিস্ট কোথায়? এটা সাজানো মামলা।” সরকারপক্ষের আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের পাল্টা বক্তব্য, “অভিযোগকারী সেই সময়ও পুলিশের কাছে অভিযোগ করতে চেয়েছিলেন। তবে তখন অভিযোগ নেওয়া হয়নি।” ঘটনার সঙ্গে রাজশেখর যুক্ত বলেও দাবি করেন তিনি।

Advertisement

অন্য দিকে, সোনা কেনার নামে প্রতারণার অন্য একটি মামলায় ধৃত বিমল ঘোড়ইকে বুধবার এক দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ঘাটাল আদালত। দাসপুরের চন্দন মাজির দায়ের করা এই মামলার তদন্তে ভারতীদেবীর একাধিক বাড়ি-ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিআইডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন