তিন বার ধর্ষণের শিকার, অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর

আশঙ্কাজনক অবস্থায় হাবরা হাসপাতাল থেকে তাঁকে পাঠানো হয় আরজিকর মেডিক্যাল কলেজে। খাদ্যনালীর একাংশ পুড়ে গিয়েছে বলে জানান সেখানকার চিকিৎসেকরা। খাদ্যনালীর কিছুটা অংশ কেটে বাদ দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া ও কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৪:১৮
Share:

প্রতীকী ছবি।

এক মাসের মধ্যে দুই যুবক বার তিনেক ধর্ষণ করে বলে অভিযোগ বছর উনিশের মেয়েটিকে। বাড়িতে সে সব কিছু বলেননি তিনি। শেষমেশ বুধবার হাবড়ার হাটথুবার তরুণী শৌচাগার সাফ করার অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisement

আশঙ্কাজনক অবস্থায় হাবরা হাসপাতাল থেকে তাঁকে পাঠানো হয় আরজিকর মেডিক্যাল কলেজে। খাদ্যনালীর একাংশ পুড়ে গিয়েছে বলে জানান সেখানকার চিকিৎসেকরা। খাদ্যনালীর কিছুটা অংশ কেটে বাদ দিতে হবে।

রবিবার হাবড়া থানার পুলিশ হাসপাতালে গিয়ে তরুণীর বয়ান নথিভুক্ত করেছে। তাঁর বাবা দুই যুবকের নামে রবিবারই থানায় অভিযোগ দায়ের করেন। রাতের দিকে বাপন পাল নামে প্রথম বর্ষের কলেজ পড়ুয়া এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ভাস্কর দত্ত নামে অন্য এক অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে।

Advertisement

ধৃত: বাপন পাল। নিজস্ব চিত্র।

মেয়েটির বাবা পেশায় রাজমিস্ত্রি। দুই ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ে। মাধ্যমিকের পরে পড়াশোনা করেননি তিনি। বাপনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জেনেছে পুলিশ। ভাস্কর তাঁর পরিচিত। কিছু দিন আগে ভাস্করের ভাড়া বাড়িতে গিয়েছিলেন তরুণী। সেখানে ভাস্কর তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছু অশ্লীল ছবিও তুলেছিল। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরে ফের বাড়িতে ডেকে ধর্ষণ করে।

এরই মধ্যে বাপনের হাতেও তিনি অত্যাচারিত হন বলে অভিযোগ। বাপনের বাড়ি থেকে দু’জনের সম্পর্ক মেনে না নেওয়ায় সেখান থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি। তরুণীর কথায়, ‘‘ও পালিয়ে বিয়ে করতে বলেছিল। আমি রাজি হইনি।’’ অভিযোগ, দিন কয়েক আগে মনসা পুজোর দিন তরুণীকে ‘বিশেষ দরকার আছে’ বলে ডাক দেয় বাপন। এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে মদ্যপ অবস্থায় তাঁকে ধর্ষণ করে।

দুই যুবকের হাতে অত্যাচারিত হয়ে ভেঙে পড়েন তরুণী। সোমবার তাঁর ঠাকুমা কাঁদতে কাঁদতে বললেন, ‘‘ক’দিন ধরেই নাতনিটা মনমরা হয়ে ছিল। কী হয়েছে জানতে চাইলেও এড়িয়ে যেত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন